Rahu-Ketu Transit 2025

রাহু-কেতুর রাশি পরিবর্তনের ফলাফল সকলের জন্য শুভ নয়, ভাল থাকতে মানতে হবে সহজ ১০টি টোটকা

এই সময়কাল কিছু রাশির জন্য শুভ হলেও, কিছু রাশির জীবনে নেমে আসে বিপদ। কঠিন এই সময় সুষ্ঠু ভাবে কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ০৭:১৭
Share:

—প্রতীকী ছবি।

রাহু-কেতু প্রতি ১৮ মাস বা দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে। তাদের রাশি পরিবর্তনের ফলে এক একটা রাশির উপর এক এক রকম প্রভাব পড়ে। এই সময়কাল কিছু রাশির জন্য শুভ হলেও, কিছু রাশির জীবনে নেমে আসে বিপদ। কঠিন এই সময় সুষ্ঠু ভাবে কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে। এই উপায়গুলো পালন করলে উপকার পাওয়া যাবে।

Advertisement

জেনে নিন কী কী উপায় পালন করতে হবে:

১) এই সময়কালে যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যতটা সম্ভব বেশি করে অংশগ্রহণ করা উচিত। সেটা যে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এই সময় যত ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন, রাহু-কেতু তত বেশি শান্ত থাকবে।

Advertisement

২) মানুষের সঙ্গে উগ্র ব্যবহার করা যাবে না এবং কোনও রকম খারাপ কাজে অংশ নেওয়া যাবে না। এই সময় মানুষের সঙ্গে যতটা সম্ভব ভাল ব্যবহার করতে হবে।

৩) রাহু-কেতুর বীজমন্ত্র জপ করতে হবে। এটি করলে খারাপ প্রভাবের শঙ্কা কিছুটা হলেও কমবে।

৪) এই সময় কালো কুকুরকে খাবার দিতে পারলে খুব ভাল হয়।

৫) কাককে খাবার খাওয়ালেও ভাল ফল পাওয়া যায়।

৬) খুব বেশি করে চন্দনের সুগন্ধি ব্যবহার করতে হবে।

৭) পুজোর সময় চন্দনের গন্ধযুক্ত ধূপ জ্বালাতে হবে।

৮) সাধ্যমতো চাল, ডাল, তেল দান করুন।

৯) প্রতি দিন নিয়ম করে ধ্যান করার চেষ্টা করুন। খুব বেশি সময়ের জন্য না হলেও চলবে।

১০) জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী গোমেদ ধারণ করা যেতে পারে। কিন্তু নিজে থেকে পরে নেবেন না, জ্যোতিষীর পরামর্শ নিয়েই পরতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement