Dream Interpretation by Time

ভোরের স্বপ্ন কি আদৌ সত্যি হয়? দিনের নানা সময়ে স্বপ্ন দেখার তাৎপর্য কী? সব প্রশ্নের উত্তর দিলেন জ্যোতিষী

দিনশেষে ঘুমোনোর পর সেগুলো সম্পর্কিত জিনিসই আমাদের স্বপ্নে আসে। সারা দিন আমরা যা কিছু চিন্তাভাবনা করে থাকি, তা ঘুমের সময় আমাদের স্বপ্নে ফুটে ওঠে। স্বপ্ন দেখার কোনও নির্দিষ্ট সময় হয় না। যে কোনও সময় ঘুমোলেই মানুষ স্বপ্ন দেখেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৭:৪০
Share:

—প্রতীকী ছবি।

সারা দিন আমাদের মাথায় নানা রকমের জিনিস ঘোরে। আমাদের অবচেতন মনেও আমরা অনেক কিছুই ভেবে থাকি। সেখানে সব সময় কিছু না কিছু চলতেই থাকে। দিনশেষে ঘুমোনোর পর সেগুলো সম্পর্কিত জিনিসই আমাদের স্বপ্নে আসে। সারা দিন আমরা যা কিছু চিন্তাভাবনা করে থাকি, তা ঘুমের সময় আমাদের স্বপ্নে ফুটে ওঠে। স্বপ্ন দেখার কোনও নির্দিষ্ট সময় হয় না। যে কোনও সময় ঘুমোলেই মানুষ স্বপ্ন দেখেন। কখনও কখনও ঘুম থেকে ওঠার পর আমরা তা ভুলে যাই, কখনও আবার সেগুলি আমাদের মনে থেকে যায়। তবে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন যে সত্যি হবেই এমন কোনও মানে নেই। কিন্তু অনেকেই বলে থাকেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সেটা আদৌ ঠিক কি না সেটা বলে দিতে পারবে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

ভোরের স্বপ্ন কি সত্যি হয়?

ভোরের স্বপ্ন, অর্থাৎ ব্রাহ্মমুহূর্তে যে স্বপ্ন দেখা হয় তার সময়কাল হল ৩টে থেকে ৫টার মধ্যে। জ্যোতিষমতে, ভোরের স্বপ্ন সত্যি হয়। কারণ, প্রথম রাতের স্বপ্নগুলো সারা দিনের অভিজ্ঞতার প্রতিফলন হতে পারে। কিন্তু ভোরের দিকে সাধারণত আমরা গভীর ঘুমে থাকি। গভীর ঘুমের সময় দেখা স্বপ্নগুলো অবচেতন মন থেকে আসে, তাই সেই সময়ের স্বপ্নগুলো সত্যি হলেও হতে পারে।

Advertisement

দিনের বাকি সময়ে দেখা স্বপ্নের অর্থ কী?

রাতের স্বপ্ন: প্রথম রাতে মস্তিষ্ক সক্রিয় অবস্থায় থাকে, সেই সময় দেখা স্বপ্ন দিনের বেলার অভিজ্ঞতার সঙ্গে বাস্তবসম্মত হতে পারে। অর্থাৎ, সারা দিন আমরা যা যা নিয়ে ভেবে থাকি বা দেখে থাকি, তারই প্রতিফলন হতে পারে প্রথম রাতের স্বপ্নে।

দিনের বেলার স্বপ্ন: দিনের বেলা যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার সম্ভাবনাই বেশি।

দুপুরে দেখা স্বপ্ন: দুপুরবেলা ঘুমের মধ্যে দেখা স্বপ্ন খুব একটা সত্যি হয় বলে মনে করা হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement