Viral Video

‘ঠিক যেন মানব ইন্ডিকেটর’! মাঝরাতে ঠান্ডায় বন্ধুকে বনেটে বসিয়ে কুয়াশায় গাড়ি চালালেন চালক, ভিডিয়ো ভাইরাল

গাড়ির বনেটের উপর বসে রয়েছেন এক তরুণ। কুয়াশায় গাড়ির ভিতর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। ওই তরুণ গাড়ির বনেটে বসে ইশারা করে দিক্‌নির্দেশ করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১২:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝরাতে বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক তরুণ। কিন্তু রাস্তায় কিছু দূর গিয়ে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল তাঁর। চারদিকে কুয়াশার চাদরে এমন ভাবে ঢেকে গিয়েছিল যে, এক হাত দূরত্বেও কিছু দেখতে পাচ্ছিলেন না তরুণ। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে তাই বন্ধুকে গাড়ির বনেটের উপর বসিয়ে দিলেন তিনি। সেই বন্ধু মাঝরাতে ঠান্ডার মধ্যে বনেটের উপর বসে ইশারায় দিক্‌নির্দেশ করতে থাকলেন। বন্ধুর উপর ভরসা করে কুয়াশাঘেরা রাস্তায় গাড়ি চালালেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ড্যাভলডিড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ মাঝরাতে গাড়ির বনেটের উপর বসে রয়েছেন। কুয়াশায় গাড়ির ভিতর থেকে কিছুই দেখা যাচ্ছে না। ওই তরুণ গাড়ির বনেটে বসে ইশারা করে দিক্‌নির্দেশ করছেন। তাঁর ইশারার উপর ভিত্তি করেই স্টিয়ারিং ঘোরাচ্ছেন গাড়ির চালক।

এই ঘটনাটি উত্তর ভারতের কোনও এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে। মাঝরাতে কয়েক জন মিলে গাড়িতে চেপে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু প্রবল কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। তাই এক বন্ধুকে গাড়ির বনেটে বসিয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক।

Advertisement

ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বন্ধুকে তো মানব ইন্ডিকেটরের মতো ব্যবহার করছেন। বন্ধু বলেই সব অত্যাচার মেনে নিচ্ছে। বেচারা ঠান্ডায় বসে কত কষ্ট পাচ্ছেন!’’ আবার তরুণের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘এত রাতে গাড়ি করে না বেরোলেই হত। খুব ধীরে গাড়ি চালালেও অসুবিধা হত না। গাড়ি থেকে পড়ে গিয়ে বন্ধুর কোনও বিপদ হলে তার দায় কে নিতেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement