ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
লোকাল ট্রেনে উঠে ফাঁকা বসার জায়গা দেখে বসে পড়েছিলেন এক তরুণ। তাঁর সামনের আসনও ফাঁকাই ছিল। ফলে সামনের আসনে পা তুলে বিশ্রামের ভঙ্গিতে বসেছিলেন তিনি। সহযাত্রীর এই আচরণ নজরে পড়ে এক তরুণের। সহবত শেখাতে সেই যাত্রীকে মারধর করতে শুরু করলেন তিনি। তাঁকে এই আচরণের জন্য ক্ষমাও চাইতে বললেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লিটমিম্সমুম্বই’ নামের অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিতরের দৃশ্য ফুটে উঠেছে। তবে ঘটনাটি কোন স্টেশনে ঘটেছে তা জানা যায়নি। ট্রেনটি প্রায় ফাঁকাই ছিল। এক তরুণ সামনের ফাঁকা আসনে পা তুলে বিশ্রাম করছিলেন। তা নজরে পড়ে অন্য তরুণ সহযাত্রীর। অন্য আসনে পা তুলে বসার কারণে সেই তরুণকে শাসন করতে শুরু করলেন তিনি। চিৎকার-চেঁচামেচি করে সেই তরুণকে এই আচরণের জন্য ক্ষমাও চাইতে বললেন।
কিন্তু রাগ ক্রমশ বাড়ছিল তাঁর। চিৎকার করতে করতে সিটে পা তুলে বসা সেই তরুণের মাথায় জোরে থাপ্পড় মারলেন তিনি। সহযাত্রীর কাছে মার খেয়েও চুপ করে বসে রইলেন তরুণ। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ট্রেনে বসা অন্য এক যাত্রী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মুখে বললেই তো সমস্যার সমাধান হয়ে যেত। হাত তোলার কোনও প্রয়োজন ছিল না। অন্যায় হয়েছে। নেহাত ওই যাত্রী চুপ করে ছিলেন। না হলে এই অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যেত।’’