Viral Video

তেড়ে আসা দাঁতালকে হাত দেখিয়ে থামালেন তরুণ, ভয় পেয়ে পিছিয়েও গেল হাতি, ভাইরাল ভিডিয়ো

এক হাত তুলে ইশারা করে হাতিটিকে থামার নির্দেশ দিলেন তিনি। হাতিটিও বাধ্য শিশুর মতো থেমে গেল। শুধু তা-ই নয়, এক পা-দুই পা করে পিছিয়ে যেতে শুরু করল দাঁতালটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৪:৫৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে হাঁটাচলা করে বেড়াচ্ছিলেন দুই তরুণ। দূর থেকে তাঁদের দেখতে পেয়ে তেড়ে গেল এক দাঁতাল। কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেলেন না তরুণেরা। বরং তাঁদের দেখে ভয় পেয়ে পালিয়ে গেল বিশাল হাতি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য.লাস্টমেসিহা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণের দিকে তেড়ে যাচ্ছে এক দাঁতাল। তাঁদের মধ্যে এক তরুণ পেশায় জঙ্গলের সাফারি গাইড। হাতিটি তাঁদের দিকে এগিয়ে যেতেই সাফারি গাইডটি এক হাত তুলে ইশারা করে হাতিটিকে থামার নির্দেশ দিলেন তিনি। হাতিটিও বাধ্য শিশুর মতো থেমে গেল। শুধু তা-ই নয়, এক পা-দুই পা করে পিছিয়ে যেত শুরু করল দাঁতালটি। তার পর সেখান থেকে চলেই গেল সে।

ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিরা হাতের ইশারা বোঝে। তরুণ যে হাত দেখিয়ে তাকে থামতে বলেছে তা ঠিকই বুঝেছে সে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘দাঁতালটির তেড়ে আসা দেখেই ভয় লাগছে। তরুণেরা যে কী ভাবে এত শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন কে জানে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement