ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেঝেয় পাতা রয়েছে খড়ের বিছানা। সেখানেই আরাম করে ঘুমিয়ে পড়েছে এক হস্তীশাবক। ঘুমে একেবারে কাদা হয়ে গিয়েছে সে। ঘুমের ঘোরে হস্তীশাবকটি এত জোরে নাক ডাকছে যে পিলে চমকে ওঠার জোগাড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্ট্সঅফওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘুমে বিভোর হয়ে ঘন ঘন নাক ডেকে চলেছে একটি হস্তীশাবক। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে হাতির ছানার নাক ডাকার ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। মেঝেয় বিছিয়ে দেওয়া খড়ের বিছানার উপর পা ছড়িয়ে শুয়ে রয়েছে হস্তীশাবক।
সেখানে ঘুমিয়ে রয়েছে আরও এক শাবক। কিন্তু সে চুপচাপ ঘুমোচ্ছে। গলার কাছে শুঁড় পেঁচিয়ে দিব্যি নাক ডেকে চলেছে সেই হস্তীশাবকটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এ তো কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে গিয়েছে। খুব সহজে এ ঘুম ভাঙার নয়।’’ আবার এক জনের কথায়, ‘‘হাতি যে এমন নাক ডাকতে পারে তা প্রথম শুনলাম। সারা দিন খুব পরিশ্রম করেছে মনে হয়।’’