ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রান্নাঘরের সামনে চোলি-লেহঙ্গা পরে সেজেগুজে বসে রয়েছেন দুই পুত্রবধূ। এক পুত্রবধূর কোলে শুয়ে রয়েছে তাঁর সন্তান। সন্তানকে কোলে নিয়ে রিল বানাতে ব্যস্ত তিনি। সঙ্গ দিয়েছেন অন্য তরুণীও। দুই পুত্রবধূ যখন রিল তৈরি করতে মগ্ন, তখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলছেন তাঁদের শ্বশুর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রাজস্থানি_মস্তি৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চোলি-লেহঙ্গার সঙ্গে মানানসই গয়না পরে মেঝেয় বসে রয়েছেন দুই পুত্রবধূ। এক তরুণীর কোলে শুয়ে রয়েছে তাঁর সন্তান। কখনও গয়না ঠিক করে, কখনও আবার মাথার ঘোমটা টেনে রিল ভিডিয়ো তৈরি করতে ব্যস্ত রয়েছেন দুই তরুণী। অন্য দিকে রান্নাঘরের কাজ সামলাচ্ছেন তাঁদের শ্বশুর।
দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলতে দেখা যাচ্ছে তাঁকে। তবে আদতেই এই ঘটনাটি ঘটেছে কি না সেই প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘নিছক মজার ছলেই হয় তো ভিডিয়োটি বানানো। সকলেই রিল বানানোর জন্য অভিনয় করছেন।’’ আবার নেটব্যবহারকারীদের একাংশ এই ঘটনাটি সত্য বলে দাবি করেছেন। তরুণীদের কটাক্ষ করে কেউ কেউ বলেছেন, ‘‘নিজেরা বসে বসে রিল বানাচ্ছেন, অন্য দিকে বয়স্ক মানুষটা আপনাদের জন্য খেটে মরছেন।’’