ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দিনেদুপুরে বিশাল দুর্গের চারদিকে ঘুরে দেখছেন পর্যটকেরা। হঠাৎ সকলে ভয়ে চমকে উঠলেন। দুর্গের পাঁচিলের উপর দাঁড়িয়ে রয়েছে মস্ত এক বাঘ। পর্যটনকেন্দ্রে বাঘ দেখে সকলে ভয়ে জড়োসড়ো হয়ে পড়লেন। ফোনের ক্যামেরা চালু করে তাঁরা ভিড় করে এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। পাঁচিল থেকে লাফ দিয়েই বাঘটি পর্যটকদের দিকে হাঁটা শুরু করল। পর্যটকেরাও ধীর পায়ে পিছু হটতে শুরু করলেন। তার পরেই দৌড় দিল বাঘটি।
পর্যটকদের দিকে খানিকটা এগিয়ে দৌড়ে লাফ দিয়ে আর একটি পাঁচিলে উঠে অন্য দিকে চলে গেল সে। বাঘটি আবার জঙ্গলের দিকে চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচলেন সেখানকার পর্যটকেরা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
ঘটনাটি রাজস্থানের রণথম্ভোর দুর্গে ঘটেছে। ‘রণথম্ভোরপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, রণথম্ভোর দুর্গের ভিতর ঢুকে পড়েছে একটি বাঘ। পাঁচিল থেকে লাফ দিয়ে সেই বাঘটি পর্যটকদের দিকে হাঁটা লাগাল। তার পর সে দিকে দৌড় দিয়ে একটি উঁচু পাঁচিলের উপর লাফ দিল বাঘটি। দুর্গ চত্বর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল হিংস্র শ্বাপদটি।
দুর্গ থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে রণথম্ভোর জাতীয় উদ্যান। স্থানীয়দের একাংশের দাবি, সেখান থেকেই বাঘটি দুর্গের মধ্যে ঢুকে পড়ে। মাঝেমধ্যেই রণথম্ভোর দুর্গে বন্য জন্তুর দেখা পান স্থানীয়েরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে একটি বাঘ দুর্গের কাছে চলে গিয়েছিল। দুর্গের পার্কিং লটের সামনের পাঁচিলে উঠে বসেছিল বাঘটি। কিছু ক্ষণ পর নিজে থেকেই জঙ্গলের দিকে চলে গিয়েছিল সে। দিন কয়েক আগে দুর্গ চত্বরে ঢুকে পড়েছিল একটি স্লথ বেয়ারও। কিছু ক্ষণ ঘোরাঘুরির পর সে-ও দুর্গ ছেড়ে জঙ্গলের উদ্দেশে রওনা দেয়।