ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের তলায় বসেছিলেন এক তরুণী। হঠাৎ তাঁর দিকে এগিয়ে গেল এক চিতা। আক্রমণ করতে নয়, বরং তরুণীর কাছে গিয়ে আদর খেতে শুরু করে দিল চিতাটি। তার নাকে চুমুও এঁকে দিলেন সেই তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লিসাতোরাজ্যাকলিন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাকে চুমু খেয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন এক জন তরুণী। সেই তরুণীর নাম লিসা তোরা জ্যাকলিন। সুইডেনের বাসিন্দা লিসা আফ্রিকার জঙ্গলে সময় কাটাতে ভালবাসেন। তবে চিতাকে আদর করার ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
তরুণীকে গাছের তলায় বসে থাকতে দেখে তাঁর দিকে এগিয়ে যায় একটি চিতা। চিতাটির গলা জড়িয়ে ধরে তার গায়ে হাত বোলাতে শুরু করেন লিসা। আদর খেতে খেতে সেখানেই বসে পড়ে চিতাটি। তার পর মাথা দিয়ে লিসার গালে ঘষতে থাকে সে। গালে গাল ঘষে চিতার নাকে চুমু খেয়ে ফেলেন লিসা। তার পর চিতার গলায় হাত বোলাতে শুরু করেন তিনি। আদর খেতে খেতে বিভোর হয়ে যায় চিতাটি। চোখ বুজে তরুণীর গা ঘেঁষে শুয়ে পড়ে সে।