Viral Video

প্রবল তুষারপাতে লেহঙ্গা পরে কাঁপতে কাঁপতে মন্দিরে বিয়ে সারলেন তরুণী, উত্তরাখণ্ডের ভিডিয়ো ভাইরাল

লেহঙ্গা পরা তরুণীর পাশে হাঁটছে দেখা গিয়েছে এক তরুণকে। তাঁর পরনেও বিয়ের পোশাক। শেরওয়ানির উপর শীতের গরম পোশাক চাপিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তরুণ-তরুণী দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু বিয়ে করতে গেয়েছেন উত্তরাখণ্ডে। বিয়েতে জাঁকজমকের ছিটেফোঁটা নেই। প্রবল তুষারপাতে যখন চারদিক বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে, তখন উত্তরাখণ্ডের এক মন্দিরে বিয়ে সারলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মহেন্দ্রসেমওয়াল১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী লাল লেহঙ্গার উপর জ্যাকেট চাপিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বরফ বিছানো রাস্তায় হাঁটছেন। সুবিধার জন্য ভারী লেহঙ্গাটি ধরে রয়েছেন অন্য এক তরুণী। লেহঙ্গা পরা তরুণীর পাশে হাঁটছেন এক তরুণ। তাঁর পরনেও বিয়ের পোশাক।

শেরওয়ানির উপর শীতের গরম পোশাক চাপিয়েছেন তিনিও। দু’জনেই উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা। বসন্ত পঞ্চমী তিথিতে উত্তরাখণ্ডের ত্রিযুগীনারায়ণ মন্দিরে বিয়ে সেরেছেন তাঁরা। প্রবল তুষারপাতের মধ্যেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মন্দির থেকে বেরিয়ে কাঁপতে কাঁপতে হেঁটে আসছিলেন তাঁরা।

Advertisement

তখনই নবদম্পতির সঙ্গে এক পথচারীর দেখা হয়। তাঁরা মন্দিরে বিয়ে সেরে ফিরছেন জানতে পেরে নবদম্পতিকে আশীর্বাদ করেন সেই পথচারী। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার পর ভালবাসায় ভরিয়ে দেন নেটপাড়ার অধিকাংশ। জীবনের নতুন অধ্যায়ের জন্য তরুণ-তরুণীকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement