Viral Video

‘মায়ের খাবারই চাই’! জেদ করে খাবারের ভাগ পেয়ে আনন্দে আত্মহারা হস্তীশাবক, মজার ভিডিয়ো ভাইরাল

মা হাতির কাছ থেকে তার মুখের খাবার কেড়ে নিতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে তার শাবক। শুঁড়ে পেঁচিয়ে আখ চিবোচ্ছিল একটি হাতি। পাশে দাঁড়িয়ে সে দৃশ্য সহ্য হচ্ছিল না তার শাবকের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৪:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঠের মাঝে দাঁড়িয়ে আখ চিবোচ্ছিল মা হাতি। মুখের ভিতর পুরে রসিয়ে রসিয়ে খাচ্ছিল সে। কিন্তু তার খাবারের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে তার শাবক। মা হাতি যখন শুঁড়ে পেঁচিয়ে আখের স্বাদে হারিয়ে যাচ্ছে, তখন তার মুখের খাবার কেড়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ছানাটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মা হাতির কাছ থেকে তার মুখের খাবার কেড়ে নিতে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে তার শাবক। শুঁড়ে পেঁচিয়ে আখ চিবোচ্ছিল একটি হাতি। পাশে দাঁড়িয়ে সে দৃশ্য সহ্য হচ্ছিল না তার শাবকের। মায়ের মুখ থেকে বার বার সেই খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে।

অবশেষে সন্তানের জেদের কাছে হার মানল মা। আখটি মুখ থেকে বার করে মাটিতে রাখল সে। তার পর আখের এক প্রান্তে পা রেখে শুঁড়ের জোরে একটি বড় টুকরো ভেঙে ফেলল মা হাতি। পায়ের তলায় থাকা ছোট টুকরোটি সন্তানের জন্য রেখে দিল সে। হাতির ছানাও খাবার পেয়ে খুশি। আখের ছোট টুকরোটি শুঁড়ে পেঁচিয়ে মহা আনন্দে মুখে ভরে দিল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement