ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জন্মের পর প্রথম স্নান করছে হাতির ছানা। জল ঘেঁটে যে কী মজা পাওয়া যায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তাই আনন্দ আর ধরছে না তার। স্নান করতে করতে শুঁড় দুলিয়ে নাচতে শুরু করেছে হস্তীশাবক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক ছোট্ট হস্তীশাবক। পাইপ দিয়ে জল ছিটিয়ে স্নান করানো হচ্ছে তাকে। জন্মের পর এই প্রথম স্নানের অভিজ্ঞতা হচ্ছে হাতির ছানাটির।
জল ঘেঁটে বড় আনন্দ পেয়েছে সে। তাই শুঁড় তুলে মাথা দোলাতে শুরু করে দিয়েছে সে। মুখে হাসিও ফুটে উঠেছে তার। কিছু ক্ষণ স্নান করার পর সেখান থেকে সরে পড়ল হস্তীশাবকটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে হাতির ছানার স্নান করা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘স্নান করে তো দিব্যি মজা পেয়েছে। নাচ করছে একেবারে আনন্দে।’’