ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তার এক পাশ দিয়ে হেঁটে আসছিল এক নাবালক। তাকে দেখেই ঘিরে ধরল একপাল পথকুকুর। একটি-দু’টি নয়, সাতটি কুকুর একযোগে আক্রমণ করে বসল আট-দশ বছরের এক ছেলেকে। কুকুরগুলি একসঙ্গে তেড়ে এসে তার উপর ঝাপিয়ে পড়ে আঁচড়াতে-কামড়াতে শুরু করে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে সে সম্পর্কে সুনিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে হলুদ জামা ও নীল রঙের হাফ প্যান্ট পরা ওই বালক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল। তাকে দেখেই ছুটে আসে কুকুরের দলটি। ঘিরে ধরে ছেলেটিকে। প্রথমে একটি কালো রঙের কুকুর ছেলেটির জামার কোণ ধরে টেনে তাকে মাটিতে ফেলে দেয়। হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে যায় বালকটি। পরমুহূর্তেই বাকি কুকুরগুলি তার উপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়াতে-কামড়াতে শুরু করে। রাস্তার জলকাদার মধ্যে পড়ে হামাগুড়ি দিয়ে কুকুরের হাত থেকে বাঁচার চেষ্টা করে নাবালকটি। আর তাতেই কুকুরগুলি খেপে ওঠে। একটি কুকুর বালকটির মাথা কামড়ানোর চেষ্টা করে। দুটি কুকুর তার হাত কামড়ে ধরে টেনে টেনে বেশ কিছুটা দূর নিয়ে চলে যায়।
‘রোজ়কে০১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োর শেষে দেখা গিয়েছে কুকুরের ভয়ে কেউই ছোট্ট ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসতে পারেননি। এক মহিলা বাইরে বেরিয়ে সেই দৃশ্য দেখে আবার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন। তার পর এক সালোয়ার-কামিজ পরা তরুণী ও এক তরুণ এসে কুকুরগুলিকে তাড়া করতেই সেগুলি ছত্রভঙ্গ হয়ে ছুটে পালিয়ে যায়। তরুণী ছুটে এসে কোলে জড়িয়ে নেন বালকটিকে।
ইতিমধ্যেই হাজার হাজার দর্শক ভিডিয়োটি দেখেছেন। ভাইরাল এই ভিডিয়োটি দেখে শিউরে উঠছেন নেটাগরিকেরা। রাস্তায় বেরোলেই কুকুরের আক্রমণে ঘটনা আধিক্য বৃদ্ধি নিয়ে মতামত দিয়েছেন বহু নেটাগরিকই। এক জন লিখেছেন, ‘‘কুকুরদের উৎপাতে রাস্তায় চলা দায় হয়ে উঠেছে।’’ আর এক জন লিখেছেন, ‘‘এ ভাবে বাচ্চাদের রাস্তায় একা একা ছেড়ে দেওয়া উচিত নয়।”