Viral Video

‘এ তো দোলনা’! গোল কানের দুল দেখে তরুণীর কাছে আশ্রয় ছোট্ট টিয়ার, মনের আনন্দে খেল দোলও, মজার ভিডিয়ো ভাইরাল

একটি টিয়া এক তরুণীর কানের দুলে বসে এ দিক-ও দিক ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। কখনও দুলের ভিতর পুরো শরীর গলিয়ে, ঘাড় বেঁকিয়ে চুপচাপ বসে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৯:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কানে বড় দুল পরে ঘুরতে বেরিয়েছিলেন তরুণী। কিন্তু এই দুল কি শুধুই তাঁর সাজের অঙ্গ! তরুণীর গোল গোল দুল দেখে তা দোলনা ভেবে বসল একটি ছোট্ট টিয়া। তার পর আর তাকে কে পায়? মনের আনন্দে দুলের মাঝে বসে দোল খেতে শুরু করল সে। তরুণীও তাঁর কাঁধ এক দিকে হেলিয়ে সেই টিয়াকে আশ্রয় দিয়ে ফেললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এমডব্লিউ১০.০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি টিয়া এক তরুণীর কানের দুলে বসে এ দিক-ও দিক ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। কখনও দুলের ভিতর পুরো শরীর গলিয়ে, ঘাড় বেঁকিয়ে চুপচাপ বসে রয়েছে।

কখনও আবার পা দিয়ে উল্টো দিকে ঝুলে পড়ছে টিয়াটি। তরুণীও সেই ছোট্ট টিয়াকে আশ্রয় দিয়ে ফেলেছেন তাঁর দুলের ভিতর। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন মজা করে লিখেছেন, ‘‘ভালই দোলনা খুঁজে পেয়েছে টিয়াটি। মনের সুখে দোল খাচ্ছে।’’ আবার এক জন তরুণীর প্রশংসা করে লিখেছেন, ‘‘তরুণী যে ভয় পেয়ে টিয়াকে তাড়িয়ে দেননি, তা দেখেই খুব ভাল লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement