Viral Video

মালিকের বন্ধুকে দেখে ঝাঁপিয়ে পড়ল হিংস্র সিংহী! চলল লাঠি দিয়ে দেদার শাসন, ভাইরাল ভিডিয়ো

মালিকের সঙ্গে শান্ত ভাবেই হেঁটে আসছিল সিংহীটি। কিন্তু ছাদে অপরিচিত তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে খেপে যায় সিংহীটি। সঙ্গে সঙ্গে মালিককে ছেড়ে দৌড়তে শুরু করে সিংহীটি। তরুণের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৮:৪৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কুকুর-বিড়াল নয়, বন্ধু পোষ মানিয়েছে ‘বনের রানি’কে। সে কি আর মুখের কথা! চার দেওয়ালের মধ্যে বন্ধুর পোষ্যকে দেখার লোভ সামলাতে পারছিলেন না তরুণ। তাই একছুটে বন্ধুর বাড়ি চলে যান তিনি। কিন্তু মালিকের বন্ধুকে মনে ধরল না সিংহীর। সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই তরুণের ঘাড়ে লাফিয়ে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইনদ্যফিল্ডবাজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ছাদের উপর এক তরুণ দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষায়। তাঁর দিকে এগিয়ে যাচ্ছে এক বিশাল সিংহী। তার গলায় শিকল বাঁধা। এক হাতে লাঠি নিয়ে শিকলটি ধরে রয়েছেন অন্য এক তরুণ। তিনিই ওই সিংহীকে পোষ মানিয়েছেন। মালিকের সঙ্গে শান্ত ভাবেই হেঁটে আসছিল সিংহীটি।

কিন্তু ছাদে অপরিচিত তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে খেপে যায় সিংহীটি। সঙ্গে সঙ্গে মালিককে ছেড়ে দৌড়তে শুরু করে সিংহীটি। তরুণের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে সে। সিংহীর গায়ের জোরের সঙ্গে পেরে উঠলেন না তরুণ। কোনও রকমে কামড় খাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করে যাচ্ছিলেন তিনি।

Advertisement

তরুণের উপর দাঁড়িয়ে তাঁকে থাবা মারার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল সিংহীটি। তরুণের বিপদ দেখে সে দিকে ছুটে গেলেন বন্ধু। পোষ্যকে লাঠি দিয়ে মেরে শাসন করতে শুরু করলেন তিনি। ছাদে উপস্থিত ছিলেন আরও এক ব্যক্তি। হাতে লাঠি নিয়ে তিনি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তরুণকে সহানুভূতি জানানোর পাশাপাশি ক্ষোভ প্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘বন্যেরা বনেই সুন্দর। তাকে পোষ মানালে এমন দুর্ঘটনা ঘটতে বাধ্য। প্রার্থনা করি, ওই তরুণ গুরুতর আঘাত পাননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement