Viral Video

শিকারির হাত থেকে বাঁচতে ফন্দি আঁটল ইঁদুর! গোল গোল ঘুরে নেচে দেখাল বিড়ালকে, মজার ভিডিয়ো ভাইরাল

একটি ইঁদুর গোল গোল করে ঘুরে যাচ্ছে। তার সামনে বসে রয়েছে একটি বিড়াল। কান নাড়াতে নাড়াতে অবাক হয়ে ইঁদুরের কাণ্ড দেখছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ০৭:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শিকার করার জন্য ইঁদুরের দিকে দৌড়ে গিয়েছিল একটি বিড়াল। কিন্তু শিকারকে দেখে ভয় না পেয়ে বরং তার সামনে অদ্ভুত ভাবে নাচ করতে শুরু করে দিল ইঁদুরটি। ইঁদুরের কাণ্ড দেখে অবাক হয়ে গেল বিড়ালটি। শিকার করা ভুলে গিয়ে ইঁদুরের দিকে তাকিয়েই থাকল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ক্যাটলাভার৮৮_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ইঁদুর গোল গোল করে ঘুরে যাচ্ছে। তার সামনে বসে রয়েছে একটি বিড়াল। কান নাড়াতে নাড়তে অবাক হয়ে ইঁদুরের কাণ্ড দেখছে সে। ইঁদুরটি যে আসলে তার শিকার, সে কথাই যেন ভুলে গিয়েছে বিড়ালটি।

বিড়ালের শিকারে যেন পরিণত না হয়, তাই শিকারির মন ভোলাতে তাকে নাচ করে দেখাচ্ছে ইঁদুরটি। ছোট্ট ইঁদুরের ‘পারফরম্যান্স’ দেখে শিকার করার কথা আর বিড়ালটির মাথায় আসছে না। এই ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমের পাতায় হাসির রোল উঠতে শুরু করেছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিপদ থেকে বাঁচার জন্য ভাল উপায় খুঁজে বার করেছে ইঁদুরটি। নাচ দেখিয়ে বিড়ালের মন জয় করেছে সে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement