Viral Video

বিনামূল্যে ‘চিকিৎসা’ করাচ্ছে হরিণ! ঘাড়ে উঠে তৃণভোজীর কান পরিষ্কার করছে পাখি, মজার ভিডিয়ো ভাইরাল

হরিণের ঘাড়ের উপর বসে পড়ে তার কানের ভিতর মাথা ঢুকিয়ে রয়েছে একটি পাখি। পাখিটির হাবভাব দেখে মনে হচ্ছে যেন, হরিণের কানের ভিতর কিছু ঠোকরাচ্ছে সে। সেই কানটি নামিয়ে রাখলেও অন্য কানটি একেবারে খাড়া করে রেখেছে হরিণটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হরিণের দল। কিন্তু সেই দলের এক সদস্য জঙ্গলের মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ, তার কানের চিকিৎসা চলছে। হরিণের কান পরিষ্কার করে দিচ্ছে একটি পাখি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হাওয়িস্টুডিয়োজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হরিণের ঘাড়ের উপর বসে পড়ে তার কানের ভিতর মাথা ঢুকিয়ে রয়েছে একটি পাখি। পাখিটির হাবভাব দেখে মনে হচ্ছে যেন হরিণের কানের ভিতর কিছু ঠোকরাচ্ছে সে।

সেই কানটি নামিয়ে রাখলেও অন্য কানটি একেবারে খাড়া করে রেখেছে হরিণটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, হরিণের ঘাড়ে যে পাখিটি বসে রয়েছে, তার নাম রেড বিল্‌ড অক্সপেকার। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

Advertisement

নেটাগরিকদের অধিকাংশের দাবি, হরিণের কান পরিষ্কার করে দিচ্ছে পাখিটি। এক জন নেটাগরিক আবার মজা করে লিখেছেন, ‘‘জঙ্গলের মধ্যে বিনামূল্যে কানের চিকিৎসা করিয়ে ফেলছে হরিণটি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement