ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
তরুণীর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল হাতি। কিন্তু সেই ভয়ে তরুণী সেখান থেকে পালাচ্ছেন না। বরং হাতিকে দেখে মাটিতে শুয়ে পড়লেন তিনি। তরুণীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কয়েক জন ব্যক্তি। তরুণী শুয়ে পড়ার পর তাঁর পায়ের উপর একটি চাদর পেতে দিলেন এক তরুণ। তার পর সেখান থেকে চলে যান তিনি। তরুণীকে শুয়ে থাকতে দেখে তাঁর পা ‘পিষতে’ শুরু করে দেয় হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইট্সজাস্টএনএশিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতির সামনে শুয়ে রয়েছেন এক তরুণী। তরুণীর পা একটি চাদর দিয়ে ঢাকা দেওয়া রয়েছে।
তরুণীর পায়ের উপর হাতিটি এক পা চাপিয়ে দেয়। তার পর হাতিটি পা দিয়ে বার বার তরুণীর পায়ে আলতো ভাবে মারতে শুরু করে। এই ঘটনাটি তাইল্যান্ডের একটি চিড়িয়াখানায় ঘটেছে। আসলে, সেই চিড়িয়াখানায় হাতিদের কাছ থেকে ‘ফুট মাসাজ’ নেওয়া যেতে পারে। তবে তা পুরোপুরিই পর্যটকদের অন্য রকম অভিজ্ঞতা দেওয়ার জন্য। সে কারণেই হাতির কাছে পায়ের মাসাজ নিতে শুয়েছিলেন তরুণী। হাতিটিও শুঁড় মুড়িয়ে পা দিয়ে ‘পিষে’ তরুণীর পায়ে মাসাজ করে দিতে থাকে।