Viral Video

খাবারের দখল নিয়ে ভয়ঙ্কর লড়াইয়ে রটওয়েলার-জার্মান শেফার্ড! জিতল কে? ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনো একটি পাত্রে কুকুরের খাবার রাখা আছে। সেই খাবারের দিকে এগিয়ে যায় বাড়ির পোষ্য একটি রটওয়েলার এবং একটি জার্মান শেফার্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১০:৪২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

রটওয়েলার এবং জার্মান শেফার্ড— বিশ্বের অন্যতম দুই শক্তিশালী কুকুর। কিন্তু যদি এদের মধ্যে লড়াই বাধে! কে জিতবে? সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়ো দেখে খানিকটা হলেও সেই ফলাফল আন্দাজ করা গিয়েছে। সেই ভিডিয়োয় খাবারের জন্য লড়াই করতে দেখা গিয়েছে পোষ্য রটওয়েলার এবং জার্মান শেফার্ডকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনো একটি পাত্রে কুকুরের খাবার রাখা আছে। সেই খাবারের দিকে এগিয়ে যায় বাড়ির পোষ্য একটি রটওয়েলার এবং একটি জার্মান শেফার্ড। দু’জনে একসঙ্গে খাবার দিকে ঝাঁপায়। তখনই দ্বন্দ্ব শুরু হয় তাদের মধ্যে। একে অপরকে আঁচড়ে-কামড়ে মারপিট করতে থাকে তারা। তবে রটওয়েলারের ক্ষমতার কাছে পাত্তা পায়নি জার্মান শেফার্ড। কিছু ক্ষণ পর জার্মান শেফার্ডটি রণে ভঙ্গ দেয়। বীরদর্পে খাবারের পাত্রের দিকে এগিয়ে যায় রটওয়েলারটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যানিম্যাল বাইটস্‌’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইকের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আবার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘যতটা ভাবছেন, রটওয়েলার তার থেকে অনেক বেশি শক্তিশালী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement