ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেশিনের ভিতর টাকা দিলেই বেরিয়ে আসে খাবার। তার পর সেখানে দাঁড়িয়ে মন ভরে পেটপুজো সারে বিড়ালেরা। তা হলে সিগালেরা বাদ কেন পড়বে! তাই খাবার পাওয়ার জন্য অদ্ভুত ফন্দি আঁটল তারা। খাবারের মেশিনের সামনে দাঁড়িয়ে বিড়ালের ডাক নকল করে ‘ম্যাও, ম্যাও’ করতে শুরু করল সিগালের দল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় বসানো ‘ভেন্ডিং মেশিন’-এর চারপাশে ঘোরাফেরা করছে সিগালের দল। যখনই তাদের সামনে দিয়ে লোকজন যাতায়াত করছে, তখনই মেশিনের দিকে তাকিয়ে বিড়ালের মতো আওয়াজ বার করে ডাকতে শুরু করে দিচ্ছে তারা। পাখির গলায় বিড়ালের ডাক শুনে অবাক হয়ে যান পথচারীরা। এক জন প্রত্যক্ষদর্শী আবার সিগালের এমন আচরণ তাঁর ক্যামেরায় বন্দিও করে ফেলেন।
ভিডিয়ো থেকে জানা যায় যে, ঘটনাটি তুরস্কের। রাস্তার ধারে বসানো সেই মেশিনে বিড়ালের খাবার পাওয়া যায়। সিগালগুলি লক্ষ করেছে যে, কোনও পথচারী সেই মেশিনে টাকা ফেললে সেখান থেকে বিড়ালের খাবার বেরিয়ে আসে। তাই লোক ঠকানোর ফন্দি বার করল সিগালেরা। তারা ভাবল যে, বিড়ালের মতো ডাক দিলেই সকলে তাদের বিড়াল ভেবে ভুল করবে। তার পর মেশিনে টাকা ফেলে তাদের জন্য জোগাড় করে দেবে খাবারও। মজার এই ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে যায় নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘খাবারের জন্য কত নাটক করতে হল! তবে অবিকল বিড়ালের মতো শোনাচ্ছে।’’