Viral Video

এক আকাশে সাত সূর্য! অদ্ভুত দৃশ্য ধরা পড়ল তরুণীর ক্যামেরায়, প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো?

ভাইরাল ওই ভিডিয়োয় সাত সাতটি সূর্য দেখা যাচ্ছে আকাশে। তার মধ্যে সবচেয়ে জ্বলজ্বল করছে বাঁ দিক থেকে দ্বিতীয় সূর্য। বাকিগুলির ঔজ্জ্বল্য ম্লান হয়ে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১০:০৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

এক আকাশে সাত সূর্য! পাশাপাশি সার বেঁধে ‘উঠেছে’। এমনই এক দৃশ্য ধরা পড়ল এক চিনা তরুণীর ক্যামেরায়। আশ্চর্যজনক ওই ভিডিয়োটি দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ানের চেংডু এলাকায় ক্যামেরাবন্দি করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট চেংডুর একটি হাসপাতালের ১১ তলা থেকে মিস ওয়াং নামে তরুণীর ক্যামেরায় ধরা পড়ে ওই দৃশ্য। ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় সাত সাতটি সূর্য দেখা যাচ্ছে আকাশে। তার মধ্যে সব থেকে জ্বলজ্বল করছে বাঁ দিক থেকে দ্বিতীয় সূর্য। বাকিগুলির ঔজ্জ্বল্য ম্লান হয়ে এসেছে। আর সেই দৃশ্য দেখেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

বাস্তবে এক আকাশে সাতটি কেন, দু’টি সূর্য ওঠারও কথা নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, চিনের ওই দৃশ্য কোনও মহাজাগতিক ঘটনা নয়। এটি আসলে দৃষ্টিভ্রম। হাসপাতালের মোটা কাচের জানালায় প্রতিটি স্তরের মধ্য দিয়ে আলো প্রবেশ করায় প্রতিসরণের কারণে ওই দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। যদিও সমাজমাধ্যমে ভিডিয়োটিকে ‘ভুয়ো’ বলেও মন্তব্য করেছেন অনেকে। আবার অনেকে ভিডিয়োটি নিয়ে মজার মন্তব্যও করেছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ভিডিয়ো বানানোর জন্য গ্রাফিক্স শিল্পীদের কত টাকা দিয়েছে চিন?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘হয়তো সূর্য চিনকে পোড়ানোর চেষ্টা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement