Viral Video

ম্যানহোলের ঢাকনা চুরি করে টোটোয় চেপে পালাল চোর! ভিডিয়ো ভাইরাল হতে হাসাহাসি নেটপাড়ায়

টোটো থেকে নেমে ম্যানহোলের ঢাকনা তুলে সেই টোটোয় তুললেন দুই তরুণ। ম্যানহোলের ঢাকনাটি টোটোর পিছনের আসনে রেখে তাড়াতাড়ি টোটোর সামনের আসনে বসে পড়লেন এক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৪:৩০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে রাস্তায় টোটো থেকে নেমে পড়লেন দুই তরুণ। টোটো থেকে নেমে ম্যানহোলের দিকে এগোতে শুরু করলেন দু’জনেই। হঠাৎ ম্যানহোলের ঢাকনা ধরে সরাতে দেখা গেল তাঁদের। ভারী ঢাকনা দু’জন মিলে তুলে টোটোর পিছনে রেখে দিলেন। তার পর টোটোয় চেপে সেখান থেকে পালিয়ে গেলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার মধ্যরাতে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের লাল কুঁয়া এলাকায় ঘটেছে। সেই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে যে, টোটো থেকে নেমে ম্যানহোলের ঢাকনা তুলে টোটোয় তুলছেন দুই তরুণ। ম্যানহোলের ঢাকনাটি টোটোর পিছনের আসনে রেখে তাড়াতাড়ি টোটোর সামনের আসনে বসে পড়লেন এক তরুণ।

চালকও সঙ্গে সঙ্গে টোটো ছোটাতে শুরু করলেন। অন্য তরুণ তখনও টোটোয় চড়ে বসতে পারেননি। টোটো ছুটতে শুরু করায় তিনিও টোটোর হ্যান্ডল ধরে ছুটতে শুরু করলেন। গাড়ির নম্বর দেখে যেন পুলিশের কাছে ধরা পড়তে না হয়, তাই টোটোর নম্বরপ্লেটে রং মাখিয়ে দিয়েছিলেন দুই তরুণ। চোরেদের এখনও ধরতে পারেনি পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement