Viral Video

কাজ থেকে ফিরে ক্লান্ত স্বামীর চোখ ঢুলু ঢুলু, তবু রিল বানাতে চাপ স্ত্রীর! ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়

এক দম্পতি ঘরে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন। তরুণীর পরনে লাল শাড়ি। মেকআপ করে বেশ সেজেগুজে রয়েছেন তিনি। তরুণের পরনে তখনও অফিসের পোশাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৯:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘণ্টার পর ঘণ্টা কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন তরুণ। কিন্তু বাড়ি ফিরেও রেহাই নেই। ক্লান্ত শরীরে বসার আগেই তরুণকে পাকড়াও করলেন তাঁর স্ত্রী। অফিসের পোশাকেই রিল বানানোর জন্য জোর করতে শুরু করলেন। জীবনসঙ্গিনীর আবদার রাখতে ঢুলু ঢুলু চোখেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লেন তরুণ।

Advertisement

তাঁর স্ত্রী সেজেগুজে নানা রকম অঙ্গভঙ্গি করে নেচে গেলেও ক্লান্ত স্বামীর তাতে অংশ নেওয়ার মতো ক্ষমতাও ছিল না। তবুও রিল বানিয়ে তবেই তরুণকে মুক্তি দিলেন তাঁর নাছোড়বান্দা স্ত্রী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ছপরা জিলা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দম্পতি ঘরে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন। তরুণীর পরনে লাল শাড়ি। মেকআপ করে বেশ সেজেগুজে রয়েছেন তিনি। তরুণের পরনে তখনও অফিসের পোশাক। সেই পোশাক দেখে নেটাগরিকদের একাংশের অনুমান, তিনি লোকোপাইলট পদে চাকরিরত।

Advertisement

ভিডিয়োটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, রিল বানানোর উৎসাহ বেশি তরুণীর। তাঁর স্বামী ঘুমে ঢুলে পড়ছেন। তবুও চুপচাপ স্ত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তরুণী কখনও তাঁর স্বামীর হাত ধরে নাচ করছেন, কখনও আবার স্বামীর গাল টিপে আদর করছেন।

ক্লান্ত স্বামী নিরুত্তাপ। ভিডিয়োটি দেখে নেটপাড়ায় সমালোচনা শুরু হয়েছে। তরুণীর সমালোচনা করেছেন অনেকে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সারা দিন ধরে ট্রেন চালালেন। বাড়িতে এসেও বৌয়ের সঙ্গে রিল বানানোর ঝক্কি! তরুণের চোখমুখ দেখে মায়া লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement