ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শিকার করতে হাতির দলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ‘বনের রাজা’। কিন্তু শিকারের আগেই তাকে তাড়া করে বসল একদল দাঁতাল। তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে গাছের ডালে উঠে পড়ল সে। তবুও রেহাই পেল না পশুরাজ। শুঁড় দিয়ে গাছের ডালটি ভাঙার চেষ্টা চালিয়ে গেল এক দাঁতাল। দলের অন্য সদস্যেরাও গাছটি ঘিরে ফেলল। দলবল ভারী দেখে গাছ থেকে লাফ দিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল সিংহ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহ গাছের ডালে চড়ে ভীত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই গাছের ডালটি ক্রমাগত ভাঙার চেষ্টা করে যাচ্ছে একটি দাঁতাল। দলের অন্য হাতিরাও গাছটিকে ঘিরে ফেলেছে। সকলের দৃষ্টিই সিংহের দিকে।
সিংহটিকে আক্রমণ করার চেষ্টা করছে তারা। বিপদে পড়ে গাছ থেকে লাফ দিল সে। সিংহটি গাছ থেকে নেমে পড়তেই দাঁতালের দল তাড়া করল তাকে। ভয় পেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল সিংহ। এই ঘটনাটি তানজ়ানিয়ার জঙ্গলে ঘটেছে। সাফারি করতে বেরিয়ে সেই দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকেরা।