Mumbai

পৌরসভার নালায় আটকে গেল পা! চার ঘণ্টার চেষ্টায় রাস্তা খুঁড়ে তরুণকে উদ্ধার দমকলের, ভাইরাল ভিডিয়ো

ঝামেলার পর অন্য তরুণেরা পালিয়ে গেলেও সিদ্ধেশের বন্ধুরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। কিন্তু শত চেষ্টার পরেও ব্যর্থ হন সিদ্ধেশের বন্ধুরা। বাধ্য হয়ে স্থানীয় পুলিশকে খবর দেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মধ্যরাতে মেট্রো স্টেশনের কাছে রাস্তায় বন্ধুবান্ধবদের নিয়ে জড়ো হয়েছিলেন তরুণ। কিছু ক্ষণ পর সেখানে পৌঁছোয় অন্য দু’টি দল। তিন পক্ষের তর্ক হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তখনই ঘটে যায় অঘটন। রাস্তায় পৌরসভার নালায় পা ঢুকে যায় তরুণের। শত চেষ্টায়ও সেখান থেকে পা বার করতে পারেননি তিনি। শেষমেশ চার ঘণ্টার চেষ্টায় দমকল বিভাগের কর্মীরা রাস্তার কিছু অংশ ভেঙে তরুণকে সেখান থেকে উদ্ধার করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার মধ্যরাতে মুম্বইয়ের যোগেশ্বরী মেট্রো স্টেশনের কাছে ঘটেছে। পা আটকে যাওয়া তরুণের নাম সিদ্ধেশ। পুলিশের দাবি, স্টেশনের কাছে রাস্তার ধারে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সিদ্ধেশ। হঠাৎ সেখান অন্য দুই দল হাজির হয়। তিনটি দলের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছোয়। পুলিশের দাবি, তরুণেরা সকলেই মদ্যপ ছিলেন।

অশান্তি চলাকালীন সেখানকার নর্দমার গর্তে পা আটকে যায় সিদ্ধেশের। দেখেশুনে অন্য তরুণেরা তাঁদের দলবল নিয়ে পালিয়ে গেলেও সিদ্ধেশের বন্ধুরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করতে থাকেন। কিন্তু শত চেষ্টার পরেও ব্যর্থ হন তাঁরা। বাধ্য হয়ে স্থানীয় পুলিশকে খবর দেন সিদ্ধেশের বন্ধুরা। পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকল বিভাগের কর্মীরা।

Advertisement

চার ঘণ্টার চেষ্টায় ড্রিলিং মেশিন দিয়ে রাস্তার এক পাশ খুঁড়ে তরুণকে সেখান থেকে উদ্ধার করা হয়। সেই মুহূর্তে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছিল সিদ্ধেশের। তাই তাঁকে উদ্ধার করার পরেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement