ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সিগন্যালের বাতি তত ক্ষণে লাল হয়ে গিয়েছে। কিন্তু গাড়ির চালক সিগন্যাল মানলেন না। ট্রাফিক নিয়ম না মেনেই সিগন্যাল ভেঙে গাড়ি ছোটালেন চালক। সেই সময় সিগন্যাল মেনে সাইকেল নিয়ে রাস্তা পার করছিলেন এক ব্যক্তি। রাস্তা পার হওয়ার সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ধাক্কা খাওয়ার পর রাস্তার এক দিকে সাইকেলটি ছিটকে যায়। সাইকেলচালকও শূন্যে উড়ে লাফিয়ে পড়েন। দুর্ঘটনার পর এক মুহূর্তও অপেক্ষা করেননি গাড়ির চালক। দ্রুত বেগে গাড়ি ছুটিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সিগন্যালের লাল বাতি জ্বলে ওঠায় এক দিকের ট্রাফিক থমকে গিয়েছে। অন্য দিকে সবুজ বাতি জ্বলে ওঠায় রাস্তা পার করছিলেন পথচারীরা। এমন সময়ে যে দিকে ট্রাফিক থেমে থাকার কথা, সে দিক থেকেই দ্রুত বেগে ছুটে এল একটি গাড়ি। সেই সময় সাইকেল চালিয়ে রাস্তা পার করছিলেন এক ব্যক্তি। গাড়িটি গিয়ে সোজা সাইকেলে ধাক্কা মারে।
গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে শূন্যে ডিগবাজি খেয়ে ছিটকে রাস্তায় পড়ে যান সাইকেলচালক। তাঁর সাইকেলটিও রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করেননি গাড়ির চালক। দ্রুত বেগে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বানেরঘাত্তা রোডে ঘটনাটি ঘটেছে। একটি গাড়িতে লাগানো ড্যাশক্যামে পুরো ঘটনাটি ধরা পড়েছে।
সাইকেলচালক সামান্য আঘাত পেলেও তাঁর সাইকেলের ক্ষতি হয়েছে। পরে দেখা যায় যে, রাস্তায় এক জন ট্রাফিক পুলিশ অভিযুক্ত গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করছেন। ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘কী অমানবিক আচরণ! ট্রাফিকের নিয়ম ভাঙাই অপরাধ। তার পর এক জনকে ধাক্কা মেরে কী অদ্ভুত ভাবে সেখান থেকে গাড়ির চালক পালিয়ে গেলেন! এঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’