ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
আবাসনে গাড়ি নিয়ে ঢুকবেন এক মহিলা। কিন্তু নিয়ম মেনে প্রবেশপথ দিয়ে ঢুকতে চাইছিলেন না তিনি। আবাসনের বহির্পথ দিয়ে গাড়ি ঢোকানোর জেদ ধরে বসেছিলেন। তা নিয়ে আবাসনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিলেন তিনি। আবাসনের অন্য বাসিন্দারাও জড়ো হয়ে যান সেখানে। মুহূর্তের মধ্যে আবাসনের ভিতর হাতাহাতি শুরু হয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আম্রপালি গল্ফ হোম্স নামের একটি আবাসনে এই ঘটনাটি ঘটেছে। এক মহিলা নাকি সেই আবাসনের বহির্পথ দিয়ে গাড়ি ঢোকাতে চেয়েছিলেন। তা নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে মহিলার। আবাসনের কয়েক জন বাসিন্দাও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন।
তর্কাতর্কি ক্রমশ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তবুও সব অশান্তি উপেক্ষা করে ওই মহিলা বহির্পথ দিয়ে আবাসনের ভিতরে গাড়ি নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে আবাসনের ভিতর চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। আবাসনের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে তা পুলিশের নজর কাড়ে। তদন্ত চালিয়ে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।