viral video

উদ্ভট স্টান্টে মন মজল না কুকুরের, ‘উড়ে উড়ে’ রিল বানাতে গিয়ে তাড়া খেলেন তরুণ! মজার ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর পারে দাঁড়িয়ে রিল তৈরি করছেন এক তরুণ। পরনে টকটকে লাল জামা ও সাদা প্যান্ট। মাথায় ঝুঁটি বাঁধা। নদীর ধারে ঘুরে বেড়ানোর সময় স্টান্টের ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৭:৩৮
Share:

ছবি: এআই।

নদীর ধারে রিল ভিডিয়ো তৈরি করছেন এক তরুণ। আপন খেয়ালে স্টান্ট করতে গিয়ে হুঁশ ছিল না কোনও দিকে। ক্যামেরার দিকে পোজ় দিয়ে দাঁড়িয়ে যেই না ডিগবাজি দিতে যাবেন, তখনই ঘটল বিপত্তি। তরুণের কাণ্ডে বিরক্ত হয়ে তাড়া করল দুটি সারমেয়। প্রাণ বাঁচাতে পড়িমড়ি করে দৌড় দিলেন তিনি। এমনই এক মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর পারে দাঁড়িয়ে রিল তৈরি করছেন এক তরুণ। পরনে টকটকে লাল জামা ও সাদা প্যান্ট। মাথায় ঝুঁটি বাঁধা। নদীর ধারে ঘুরে বেড়ানোর সময় স্টান্টের ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করছেন। কয়েক জন লোকের সঙ্গে দুটি কুকুরও সেই জায়গায় বিশ্রাম নিচ্ছিল। তরুণটি ডিগবাজি খেতে খেতে কুকুরগুলির কাছে আসতেই তারা খেপে যায়। এক সেকেন্ডও নষ্ট না করে, দুটি কুকুরই তরুণকে আক্রমণ করতে উদ্যত হয়। কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি প্রাণপণ দৌড়োতে শুরু করেন। একটি কুকুর প্রায় তরুণের পায়ের পাতা লক্ষ্য করে কামড় বসাতে যায়। এক চুলের জন্য বেঁচে যান তিনি।

ইনস্টাগ্রামে ‘দিনভর ভারত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে একটি মজাদার ক্যাপশন। পোস্টদাতা লিখেছেন, ‘‘তুমি এত ভাল স্টান্ট করেছ, অন্তত পুরস্কারটা তো নিয়ে যাও।’’ ভিডিয়ো দেখে বহু নেটাগরিকই তরুণের সমালোচনা করেছেন। পোস্টটির প্রতিক্রিয়া জানিয়ে এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “অন্তত এই কুকুরেরা নিজেদের অধিকারবোধ নিয়ে সচেতন।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘একে তো সকাল থেকে বিস্কুটও জোটেনি। তার উপর এই বিরক্তিকর উপদ্রব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement