Viral Video

লাঠি দিয়ে সিংহকে ‘শাসন’! খাঁচায় ঢুকতেই তরুণের পা ধরে ফেলল পশুরাজ, তার পর… ভাইরাল ভিডিয়ো

তরুণদের দেখেই এক জনের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। সামনের দুই পা দিয়ে এক তরুণের পা ধরে ফেলে সে। গায়ে উঠে তরুণকে কামড়ানোরও চেষ্টা করতে থাকে সিংহটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৮:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন দুই তরুণ। কিন্তু এত সহজে কি ‘বনের রাজা’কে পোষ মানানো যায়? খাঁচায় ঢুকতেই এক তরুণের পা ধরে ফেলল সিংহটি। কামড়ানোর হাজারো চেষ্টা করে যাচ্ছিল সে। চিৎকার করে লাঠি দিয়ে মেরে তাকে শাসন করার যারপরনাই চেষ্টা করে যাচ্ছিলেন অন্য এক তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আলিখানএকেরিয়্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণের পা দুই থাবা দিয়ে আটকে রয়েছে একটি সিংহ। অন্য তরুণের হাতে লাঠি। সিংহকে সেই লাঠি দিয়ে ধমকাচ্ছেন অন্য এক তরুণ। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় কটাক্ষের শিকার হয়েছেন দুই তরুণ।

সিংহটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখা গিয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, সিংহটিকে পোষ মানানোর চেষ্টা করছেন ওই দুই তরুণ। পশুরাজের খাঁচার ভিতর ঢুকে পড়েছিলেন তাঁরা। তরুণদের দেখেই এক জনের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহটি। সামনের দুই পা দিয়ে এক তরুণের পা ধরে ফেলে সে। গায়ে উঠে তরুণকে কামড়ানোরও চেষ্টা করতে থাকে সিংহটি। অন্য তরুণ চিৎকার করে লাঠি নিয়ে সিংহটিকে শাসন করতে শুরু করেন। কিছু ক্ষণ ‘অবাধ্যতা’ করার পর সিংহটি সেই তরুণকে মুক্তি দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement