Viral Video

গাড়িভাড়া করে বরযাত্রী নিয়ে যাওয়ার টাকা নেই! ৩০টি ই-রিকশা নিয়ে শোভাযাত্রা করলেন বরের বন্ধুরা, ভিডিয়ো ভাইরাল

নিজের বিয়ের কার্ড হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সারি দিয়ে ই-রিকশা দাঁড়িয়ে রয়েছে বিয়ের অনুষ্ঠানগৃহের সামনে। তরুণের দাবি, তাঁর বন্ধুরা নিজেদের খরচে বিয়ের শোভাযাত্রার জন্য ই-রিকশাগুলি ভাড়া করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনমজুরি করে উপার্জন করেন তরুণ। সম্প্রতি বাবাকে হারিয়েছেন তিনি। পিতৃবিয়োগের পর কষ্টে সংসার চালাতে হচ্ছে তরুণকে। এমন পরিস্থিতিতে বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে তাঁর। কিন্তু বরযাত্রীতে গাড়ি ভাড়া করার মতো আর্থিক সম্বল নেই তরুণের। সেই সময় তরুণের পাশে দাঁড়ালেন তাঁর বন্ধুরা। টাকা জোগাড় করে তাঁরা নিজেরাই ই-রিকশায় চেপে বন্ধুর বিয়ের শোভাযাত্রায় রওনা হলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এমও.অফ.এভরিথিং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নিজের বিয়ের কার্ড হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সারি দিয়ে ই-রিকশা দাঁড়িয়ে রয়েছে বিয়ের অনুষ্ঠানগৃহের সামনে। তরুণের দাবি, তাঁর বন্ধুরা নিজেদের খরচে বিয়ের শ‌োভাযাত্রার জন্য ই-রিকশাগুলি ভাড়া করেছেন। তরুণের নাম দুর্গেশ। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা তিনি। পেশায় দিনমজুর তিনি। সম্প্রতি বাবা মারা গিয়েছেন দুর্গেশের।

আর্থিক টানাপড়েনের মধ্যে দিয়েই দিনযাপন করছিলেন তিনি। এমন পরিস্থিতিতে বিয়ের দিনক্ষণও স্থির হয়ে যায় তাঁর। অর্থাভাবের কারণে বরযাত্রীদের জন্য গাড়িভাড়া করতে পারেননি দুর্গেশ। কিন্তু তাঁর বন্ধুরা এই পরিস্থিতিতে দুর্গেশের পাশে দাঁড়ান। ৩০টি ই-রিকশা ভাড়া করে তাঁরা নিজেরাই শোভাযাত্রা করে ১০০ জন অতিথিকে নিয়ে অনুষ্ঠানগৃহে পৌঁছোন। এই ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বন্ধুরা সব রকম পরিস্থিতিতে পাশে থাকেন। কঠিন পরিস্থিতিতেও কখনও হাত ছাড়েন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement