Viral Video

যাত্রীদের ভিড়ে ‘সিকিউরিটি চেক’ করতেই আড়াই ঘণ্টা পার! আগে পৌঁছেও বিমান ধরতে পারলেন না যাত্রী, বেঙ্গালুরুর ভিডিয়ো ভাইরাল

বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল। ভিড়ের জন্য বিমানবন্দরে প্রবেশ করার পর ‘সিকিউরিটি চেক’ করতেই প্রচুর সময় চলে যায় এক যাত্রীর। সেই সময়ের মধ্যেই তাঁর বিমান গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিমান ছাড়ার আড়াই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন যাত্রী। কিন্তু বিমানবন্দরে যাত্রীদের ভিড় হয়ে যাওয়ায় সেখানে আটকে পড়েছিলেন। এর ফলে বিমান ধরতে পারলেন না যাত্রী। পরে বিমানকর্মীদের কাছে গিয়ে সমস্যার কথা জানালে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানবন্দরের এক কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন এক যাত্রী। পুরো ঘটনাটির ভিডিয়ো রেকর্ড করছিলেন ওই যাত্রী। কিন্তু বিমানবন্দরের কর্মী ভিডিয়ো তুলতে বারণ করেন। মঙ্গলবার এই ঘটনাটি বেঙ্গালুরুর বিমানবন্দরে ঘটেছে বলে জানা গিয়েছে। যাত্রীর দাবি, বিমান ছাড়ার আড়াই ঘণ্টা আগে তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেই সময় বিমানবন্দরে যাত্রীদের প্রচুর ভিড় ছিল।

ভিড়ের মধ্যে বিমানবন্দরে প্রবেশ করার পর ‘সিকিউরিটি চেক’ করতেই প্রচুর সময় চলে যায় তাঁর। ইতিমধ্যেই তাঁর বিমান গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বলে দাবি যাত্রীর। নির্দিষ্ট বিমান সংস্থার কর্মীর কাছে গিয়ে সমস্যার কথা জানান তিনি। কিন্তু ওই কর্মী কোনও কথা শুনতে রাজি ছিলেন না। বরং যাত্রীকে এই ঘটনার ভিডিয়ো তুলতে বারণ করেন তিনি। ওই কর্মীর বিরুদ্ধে নালিশ জানানোর কথাও বলেন যাত্রী। কর্মীও যাত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করে তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

Advertisement

এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে বিমান সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে, ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘সোমবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বিমানে ওঠার কথা ছিল আমার। কিন্তু বিমানবন্দরে ভিড়ের কারণে আমি পৌঁছোনোর আগেই বিমানটি ছেড়ে চলে যায়। কর্মীকে সে কথা জানাতে তিনি আমায় ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছোনোর নির্দেশ দেন।’’

যাত্রীকে দোষারোপ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার মনে হয়, ওই যাত্রী নির্দিষ্ট সময়মতো বিমানবন্দরে পৌঁছোতে পারেননি। সঠিক সময়ে পৌঁছোলে বিমান সংস্থার কর্মী ঠিকই সহযোগিতা করতেন। অপর পক্ষের বক্তব্য না জেনে একতরফা কিছুই বলা যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement