Viral Video

অপরিষ্কার জায়গায় রাখা শিঙাড়াই দেওয়া হচ্ছে যাত্রীদের! খাদ্য সুরক্ষা বিভাগ অভিযোগ তুলতেই পদক্ষেপ করল রেল, ভাইরাল ভিডিয়ো

একটি তাকের উপর ছেঁড়া, পুরনো এবং অপরিষ্কার বস্তা বিছিয়ে রাখা হয়েছে। তার উপর শিঙাড়ার পাহাড় জমে রয়েছে। খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীদের দাবি, এমন খোলা জায়গায় শিঙাড়া রাখা উচিত নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শিঙাড়ার দোকানে অভিযান চালিয়ে চমকে গেলেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকেরা। নোংরা, খোলা জায়গায় থাকে থাকে সাজানো রয়েছে শিঙাড়া। ছেঁড়া-ফাটা, পুরনো বস্তার উপর সেই শিঙাড়াগুলি রাখা হয়েছে। খাদ্য সুরক্ষা বিভাগের দাবি, অপরিচ্ছন্ন জায়গায় রাখা ওই শিঙাড়াগুলি ট্রেনে যাত্রীদের পরিবেশন করে রেল। এই শিঙাড়া খেলে কী কী রোগ ছড়াতে পারে, তা জানিয়ে সতর্কও করলেন খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘খুরপেঞ্চ স্যাটায়ার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি শিঙাড়ার দোকানে অভিযান চালাতে গিয়েছেন খাদ্য সুরক্ষা বিভাগের দুই আধিকারিক। শিঙাড়াগুলি অপরিচ্ছন্ন জায়গায় রাখা ছিল। একটি তাকের উপর ছেঁড়া, পুরনো এবং অপরিষ্কার বস্তা বিছিয়ে তার উপরেই রাখা ছিল শিঙাড়ার পাহাড়। খাদ্য সুরক্ষা বিভাগের কর্মীদের দাবি, এমন খোলা জায়গায় শিঙাড়া রাখা উচিত নয়।

এমন অপরিচ্ছন্ন জায়গায় শিঙাড়া রাখার ফলে পেটের সংক্রমণ থেকে বমি, পেটখারাপের মতো উপসর্গ দেখা যেতে পারে। তাঁদের আরও দাবি, এই দোকান থেকেই নাকি রেলকে শিঙাড়া সরবরাহ করা হয়। এই ঘটনাটি মধ্যপ্রদেশে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি নজর কাড়ে রেল কর্তৃপক্ষেরও। তদন্তে নেমে তাঁরা জানান যে, রেলস্টেশন চত্বরের কোনও দোকানে এই ঘটনা ঘটেনি। তবুও যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তাঁরা তদন্ত চালিয়ে যাবেন এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement