ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেট্রোয় যাত্রার সময় বিপদ। ভয়ে চিৎকার করছেন যাত্রীরা। সিটের উপর দাঁড়িয়ে পড়েছেন অনেকে। কেউ কেউ আবার সিটের ধারে লোডার রড ধরেও ঝুলে পড়েছেন। কারণ, মেট্রোর কামরার ভিতরে ঢুকে পড়েছে একটি সাপ। মহিলাদের আসনে এমন দৃশ্যের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘চৌহানকীর্তি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মহিলা যাত্রীরা ভয়ে চেঁচামেচি করছেন। সকলের চোখেমুখে ভয়ের ছাপ। কামরার নীচের দিকে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছেন তাঁরা। অনেকেই সিটের উপর দাঁড়িয়ে পড়েছেন।
কামরায় আর দাঁড়িয়ে থাকতে চাইছেন না কয়েক জন মহিলা যাত্রী। সিটের ধারে লাগানো লোহার রড ধরে ঝুলে পড়ছেন কেউ কেউ। আসলে, মেট্রোর ভিতর একটি সাপ ঢুকে পড়েছে। মহিলাদের আসনের কাছেই সেই সাপটি ঘাপটি মরে বসে রয়েছে। সাপের ভয়েই মেট্রোর ভিতর হট্টগোল শুরু হয়ে গিয়েছে।
এক মহিলা যাত্রীকে আবার মেট্রো থামানোর জন্য আপৎকালীন সুইচ টিপতে দেখা যায়। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি সম্প্রতি দিল্লির মেট্রোয় ঘটেছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় তা নেটাগরিকদের নজর কাড়লেও এখনও পর্যন্ত দিল্লি মেট্রোর তরফে এই ঘটনা প্রসঙ্গে কিছু জানানো হয়নি।