Uttar Pradesh

প্রেমিকার কথায় অভিমান, মনের দুঃখে প্রেমিক উঠলেন ৪০ ফুট উঁচু বিদ্যুতের খুঁটিতে! ভিডিয়ো ঘিরে শোরগোল

রাতের দিকে একটি উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে বিপজ্জনক ভাবে ঝুলতে শুরু করেছেন ওই তরুণ। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার। তরুণের নাম অঙ্কিত সিংহ। তাঁর মাসির বাড়ি এই গ্রামে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৫:৫১
Share:

ছবি: সংগৃহীত।

প্রেমিকার সঙ্গে মান-অভিমান, ঝগড়া। রাগের চোটে ৪০ ফুট উঁচু বিদ্যুতের খুঁটি থেকে ঝুলে পড়লেন এক তরুণ। প্রেমিকার উপর বিরক্ত হয়ে তাঁকে ভয় দেখাতে মারাত্মক ঝুঁকি নিলেন প্রেমিকপ্রবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে রায়বরেলীতে। বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন তার ধরে কেরামতি দেখানোর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা একটি উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে বিপজ্জনক ভাবে ঝুলতে শুরু করেছেন ওই তরুণ। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার। তরুণের নাম অঙ্কিত সিংহ। তাঁর মাসির বাড়ি এই গ্রামে। এই নিয়ে রায়বরেলীর উসরাইনা গ্রামে উত্তেজনা দেখা দেয়। নাটকীয় ঘটনার সাক্ষী থাকতে ঘটনাস্থলে গ্রামবাসীরা ভিড় করে। খবর পেয়ে পুলিশ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। নাছোড়বান্দা প্রেমিককে নামিয়ে আনার বহু চেষ্টা করা হয়। সেই উদ্ধারপর্ব চলে মাঝরাত পর্যন্ত। রাত দুটোর পর ‘অভিমানী প্রেমিককে’ বিদ্যুতের খুঁটি থেকে নামিয়ে আনা হয় বলে জানা গিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মনোজ শর্মা লখনউ ইউপি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখছেন। ভিডিয়ো দেখে তরুণের মানসিক স্থিতি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার তরুণের কাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। বেড়াতে এসে তিনি কেন এই ধরনের আচরণ করলেন সে নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement