ছবি: এক্স থেকে নেওয়া।
স্পিডবোটে চড়ে নদী পার হওয়ার সময় তাড়া করল হিংস্র ভালুক। জলের মধ্যেই দৌড়োতে শুরু করল সে। তা দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল তরুণীর। তবুও শান্ত হয়ে পুরো ঘটনা ক্যামেরাবন্দি করলেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্পিডবোটে চড়ে একটি পাথুরে নদী পেরোচ্ছেন এক তরুণী। এক জন স্পিডবোট চালাচ্ছেন। তরুণী তাঁকে ধরে পিছনে বসে রয়েছেন। এমন সময় নদী লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি ভয়ঙ্কর ভালুক। স্পিডবোটটিকে দেখে তাড়া করতে শুরু করে হিংস্র ভাবে। জলের মধ্যেই স্পিডবোটটিকে তাড়া করে দৌড়োতে শুরু করে সে। ভালুককে তেড়ে আসতে দেখে তরুণীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাঁপা হাতে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন তিনি। তবে বেশ কিছু দূর দৌড়ে গিয়ে থেমে যায় ভালুকটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘এ কী রে বাবা! জীবন বিপন্ন, অথচ ক্যামেরা চালু রেখেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! এমন দৃশ্য আগে দেখিনি।’’