Viral Video

ভারতের বিরুদ্ধে যুদ্ধে কত জন দেশের সঙ্গ দেবেন? ধর্মগুরুর প্রশ্নে নীরব প্রায় সকলেই! অবাক প্রতিক্রিয়া পাকিস্তানে

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হুসেন হাকিনি’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যম জুড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৬:৪৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে কত জন দেশের সঙ্গ দেবেন, হাত তুলুন। পাক মসজিদে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় প্রশ্ন তুলেছিলেন ধর্মগুরু। কিন্তু উপস্থিত জনতার প্রতিক্রিয়া দেখে হাসির রোল উঠল সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের লাল মসজিদে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মসজিদভর্তি মানুষের কাছে পাকিস্তানি প্রশাসনকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছেন এক ধর্মগুরু। ইসলামাবাদের লাল মসজিদের ওই ধর্মগুরুকে বলতে শোনা যায়, ‘‘এটা পাকিস্তানের লড়াই, দেশের লড়াই। ইসলামের নয়। ভারতের চেয়ে পাকিস্তানে বেশি নিপীড়ন চলছে।’’ এর পর ধর্মগুরু জনগণকে জিজ্ঞাসা করেন যে, ভারতের সঙ্গে যুদ্ধ হলে তাঁরা কি পাকিস্তানকে সমর্থন করবেন? যদি তাঁরা সম্মত হন তা হলে হাত তোলার কথাও বলেন ওই ধর্মগুরু। কিন্তু মজার বিষয় হল, দেশের সমর্থনে সে ভাবে কাউকেই হাত তুলতে দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হুসেন হাকিনি’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে ভারতীয় নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘এই তো দেশের হাল। এই নিয়ে যুদ্ধের কথা ভাবে কী করে পাকিস্তান?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement