ছবি: ইনস্টাগ্রাম।
গলায় বিশাল অ্যানাকোন্ডা জড়িয়ে বাথটবে বসে রয়েছেন যুবক। স্নান করছেন আরাম করে। পোষ্য সাপটিকেও স্নান করাচ্ছেন। রাক্ষুসে সেই সাপ চোখের সামনে দেখলে যে কেউ ভিরমি খেতে পারেন। কিন্তু যুবকের কোনও হেলদোল নেই। সে রকমই একটি হাড় হিম করা ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে আলোড়নও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাথটবে খালি গায়ে বসে রয়েছেন এক যুবক। সারা শরীরে ট্যাটু থাকা ওই যুবককে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে একটি বিশাল অ্যানাকোন্ডা। কালচে সবুজ রঙের ওই সাপটির গায়ে হলুদ হলুদ ছোপ। সাপটি যুবকের কোলে বসে রয়েছে। মাথা জলের তলায়। এর পর ওই যুবক পা দিয়ে সাপটির মাথা তুলে ধরে। ভয়ঙ্কর সাপটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ক্যামেরার দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘দ্য রিয়্যাল টারজ়ান’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১৮ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় তুলেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। অনেকে জানিয়েছেন, সাপটিকে দেখে তাঁরা আতঙ্কিত। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অবিশ্বাস্য! এত ভয়ঙ্কর সাপের সঙ্গে এত শান্তিতে কেউ বসে থাকতে পারে?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটা সাহসিকতা না পাগলামি?’’ তৃতীয় জন আবার যুবকের সমালোচনা করে লিখেছেন, ‘‘এই জন্যই দুর্ঘটনা ঘটে। বন্যপ্রাণীদের সঙ্গে এ ভাবে খেলা করা উচিত নয়।’’ উল্লেখ্য, ভিডিয়োতে যে যুবককে দেখা গিয়েছে তাঁর নাম মাইক হোলস্টন। সাপেদের সঙ্গে ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।