Viral Video

গাছের মগডালে উঠে নাচ! কোমর দুলিয়ে অঙ্গভঙ্গি, ‘টারজ়ান’ তরুণীর ভিডিয়ো দেখে হইচই নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লম্বা গাছের মগডালে চড়েছেন এক তরুণী। তাঁর পরনে বেগনি রঙের চুড়িদার। রিল বানাচ্ছেন তিনি। হঠাৎই গাছের উপর নাচতে শুরু করেন ওই তরুণী। হাত নেড়ে অঙ্গভঙ্গি করতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১১:৩২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

গাছের মগডালে উঠে নাচ! কোমর দুলিয়ে অঙ্গভঙ্গি। তরুণীর এ হেন কাণ্ড দেখে হইচই পড়ল নেটপাড়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লম্বা গাছের মগডালে চড়েছেন এক তরুণী। তাঁর পরনে বেগনি রঙের চুড়িদার। রিল বানাচ্ছেন তিনি। হঠাৎই গাছের উপর নাচতে শুরু করেন ওই তরুণী। কোমর দুলিয়ে এবং হাত নেড়ে অঙ্গভঙ্গি করতে থাকেন। তবে অত উঁচুতে দাঁড়িয়ে নাচার জন্য একটুও ভয় পেতে দেখা যায়নি তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, ওই তরুণীর নাম ঊষা নাগবংশী। তিনি কাশ্মীরের বাসিন্দা। অদ্ভুত অদ্ভুত কায়দায় নেচে সমাজমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ভাইরাল ভিডিয়োটি ‘ঊষা নাগবংশী৩১’ নামে তাঁরই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। তিন লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। শেয়ার হয়েছে প্রায় ১০ লক্ষ বার।

Advertisement

তরুণীর ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। আবার বিপজ্জনক ভাবে রিল বানানোর জন্য উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘ইনি তো টারজ়ান। গাছ তো হল, আইফেল টাওয়ারে উঠে কবে রিল বানাবেন?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দিদি মৃত্যুকে ভয় পান না, মৃত্যু দিদিকে ভয় পায়।” তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়ো দেখার সময় উদ্বেগ হচ্ছিল। পড়ে গেলে বড় বিপদ হতে পারত।” যদিও তরুণীর সাহস দেখে তাঁর প্রশংসাও করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement