Viral Video

শিংয়ের গুঁতোয় শূন্যে তুলে দিল আস্ত ট্র্যাক্টর! ‘বাহুবলী’ ষাঁড়ের ক্ষমতা দেখে তাজ্জব নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় একটি ট্র্যাক্টরের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার একটি ষাঁড়। চালক এবং তাঁর সঙ্গী মনে করেছিলেন যে, ষাঁড়টি নিজে থেকেই পথ থেকে সরে যাবে। কিন্তু তা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:০২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ষাঁড় কতটা শক্তিশালী? ষাঁড়কে কি পশুদের ‘বাহুবলী’ বলা যেতে পারে? তারই উত্তর মিলল একটি ভিডিয়ো থেকে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে একটি ষাঁড় শিংয়ের গুঁতোয় শূন্যে তুলে দিয়েছে একটি ট্র্যাক্টরকে। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হইচইও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় একটি ট্র্যাক্টরের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার একটি ষাঁড়। চালক এবং তাঁর সঙ্গী মনে করেছিলেন যে, ষাঁড়টি নিজে থেকেই পথ থেকে সরে যাবে। কিন্তু ষাঁড়টি এক ইঞ্চিও নড়েনি। বরং, তার সমস্ত শক্তি দিয়ে ট্র্যাক্টরটিকে পিছনে ঠেলে দিতে শুরু করে। শিং দিয়ে ট্র্যাক্টরের সামনের অংশটি শূন্যে তুলে দেয় সে। ভারসাম্য হারান ট্র্যাক্টরচালক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেলো_কী_টকর_বুরহানপুর’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। দু’কোটির বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ষাঁড়ের শক্তি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ যেন পশুদের বাহুবলী!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement