Viral Video

মাঝসমুদ্রে দুর্যোগের কবলে জাহাজ, পাহাড়প্রমাণ ঢেউ আছড়ে পড়ছে ডেকে! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝড় উঠেছে মাঝসমুদ্রে। গর্জন করছে সাগর। আর তার মধ্যেই এগিয়ে চলেছে একটি পণ্যবাহী জাহাজ। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নাজেহাল অবস্থা সেটির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১১:৫০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

প্রবল ঝড়বৃষ্টিতে উত্তাল সমুদ্র। উথাল-পাথাল সাগরের জল। উঁচু উঁচু ঢেউ উঠছে। আর সেই ঝড়ঝাপটা সামলে এগিয়ে চলেছে জাহাজ। সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় জাহাজটি কখনও অনেক উঁচুতে উঠে যাচ্ছে আবার কখনও নীচে নেমে যাচ্ছে। জাহাজের ডেকে বার বার আছড়ে পড়ছে উত্তাল সমুদ্রের ঢেউ। এমনই একটি ভয়ঙ্কর ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝড় উঠেছে মাঝসমুদ্রে। গর্জন করছে সাগর। আর তার মধ্যেই এগিয়ে চলেছে একটি পণ্যবাহী জাহাজ। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নাজেহাল অবস্থা সেটির। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের ডেকে। কেঁপে উঠছে বিশালাকৃতি জলাযান। এক বার ঢেউয়ের ধাক্কায় জাহাজটির একেবারে সামনের অংশ জলে ডুবে যেতেও দেখা যায়। আবার ভেসে ওঠে সেটি। হাড়হিম করা সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এক্সপ্লেনিং দ্য ইউনিভার্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। মিনিটখানেকের সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে ২০ হাজারের বেশি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কোটি কোটি টাকা দিলেও আমি ওই জাহাজে উঠব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement