Viral Video

হাতির সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা! দুই তরুণকে তাড়া করল মস্ত দাঁতাল, তার পর... ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল হাতি। কয়েক মিটার দূরে হাফ প্যান্ট এবং টিশার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। হঠাৎই খেপে যায় দাঁতালটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১১:১৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

হাতির সঙ্গে নিজস্বী (সেলফি) তোলার চেষ্টা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন দুই তরুণ। রেগে গিয়ে দু’জনকেই তাড়া করল বিশাল দাঁতাল। যদিও দু’জনেই কোনও মতে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের সূরজপুর জেলার গণেশপুর-প্রতাপপুর সড়কের ধারে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল হাতি। কয়েক মিটার দূরে হাফ প্যান্ট এবং টিশার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। তাঁদের উপর হঠাৎই খেপে যায় দাঁতালটি। রেগেমেগে দুই তরুণের দিকে তেড়ে যায় সে। মত্ত হাতিটিকে দেখে ভয় পেয়ে যান দুই তরুণ। প্রাণপণে দৌড় দেন তাঁরা। হাতিটিও তাদের পিছনে দৌড়তে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর পথ পরিবর্তন করে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই তরুণ হাতিটির সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিলেন। আর তাতেই মেজাজ হারায় দাঁতাল।

ছত্তীসগঢ়ের বন দফতরের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরে গণেশপুর গ্রামের কাছাকাছি একটি হাতির পাল ঘোরাফেরা করছে। চাষিদের ফসলের ক্ষতি করছে। স্থানীয়রাও বিষয়টি নিয়ে আতঙ্কিত। বনকর্তারা এ-ও জানিয়েছেন যে, বুনো হাতিদের কাছকাছি যাওয়া বিপজ্জনক। যে কোনও সময়ে মেজাজ হারাতে পারে তারা। আর সে কারণেই বুনো হাতিদের কাছে যাওয়া নিয়ে গ্রামবাসীদের সতর্ক করেছেন বনকর্তারা।

Advertisement

দুই তরুণকে দাঁতালের তাড়া করার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। আবার হাতির সঙ্গে নিজস্বী তুলতে যাওয়ার প্রচেষ্টাকে নিন্দনীয় তকমা দিয়ে ওই দুই তরুণের সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement