Viral Video

মত্ত অবস্থায় গলায় জড়িয়ে খেলা, চুমু খাওয়ার চেষ্টা! কৃষকের জিভে কামড়েই দিল ভয়ঙ্কর সাপ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় কৃষক। তাঁর গলায় একটি সাপ জড়ানো রয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হেসে হেসে সাপটির মুখ নিজের জিভে ঠেকাচ্ছেন ওই প্রৌঢ়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৮:২৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গলায় জড়িয়ে ভয়ঙ্কর সাপকে চুমু খাওয়ার চেষ্টা। বাহাদুরি দেখাতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক প্রৌঢ়কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমরোহায়। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় কৃষক। তাঁর গলায় একটি সাপ জড়ানো রয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হেসে হেসে সাপটির মুখ নিজের জিভে ঠেকাচ্ছেন ওই প্রৌঢ়। ‘চুমু’ খাচ্ছেন সাপের মুখে। তখনই ঘটে বিপত্তি। প্রৌঢ়ের জিভে কামড় বসায় সাপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই কৃষক মত্ত অবস্থায় সাপের সঙ্গে ভিডিয়ো করছিলেন। বিষধর সরীসৃপটি তাঁর জিভে ছোবল মারার পর হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বর্তমানে মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। কৃষকের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গিয়েছে। কৃষক যে গ্রামে বাস করেন সেই গ্রামের প্রধান জয়কিরত সিংহ সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় ওই কৃষক সাপটিকে ধরেন। সঙ্গে সঙ্গে সাপটিকে গলায় জড়িয়ে নেন। সাপটি নিয়ে খেলা শুরু করেন তিনি। মুখের কাছে নিয়ে কেরামতি দেখানোর সময় সাপটি কৃষকের জিভে কামড়ে দেয়।’’

Advertisement

কৃষক এবং সাপের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের কেউ কেউ মজার মন্তব্য করলেও কড়়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement