ছবি: এক্স থেকে নেওয়া।
প্রকাশ্য রাস্তায় শাড়ি পরে লম্ফঝম্প করছেন স্ত্রী। রিল বানাতে নেচেকুঁদে মাত করে দিচ্ছেন। অদূরে দাঁড়িয়ে বাধ্য মানুষের মতো তা ক্যামেরাবন্দি করছেন স্বামী। স্ত্রীর জন্য যাতে লজ্জায় পড়তে না হয় তার জন্য মাথায় হেলমেটও পরে নিয়েছেন। তেমনই একটি মজার ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে রিল বানাচ্ছেন এক তরুণী। তাঁর পরনে লাল শাড়ি। হাতে একটি কাগজ ধরে নেচে চলেছেন। লম্ফঝম্প করছেন তিনি। কিছুটা দূরে হেলমেট পরে দাঁড়িয়ে রয়েছেন তরুণীর স্বামী। চুপচাপ স্ত্রীর কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘চাপড়া জিলা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় এক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মশকরা করে লিখেছেন, ‘‘স্বামীকে দেখে মনে হচ্ছে ক্যামেরা ধরে দাঁড়ানোর ইচ্ছা তাঁর নেই। স্ত্রীকে খুশি রাখার জন্য বাধ্য হয়ে বেচারা স্বামীকে কী কী করতে হয়!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জীবনে যদি ঝামেলা না চাও, তা হলে স্ত্রীর কথা শুনে চলাই ভাল।’’