Bizarre Incident

স্ত্রীর ইচ্ছা ছিল ২০ সন্তানের, স্বামী চাইতেন তিন! অবশেষে কত জনের জন্ম দিলেন তরুণী?

টিকটকে শেয়ার করা ভিডিয়োয় আমান্ডা জানিয়েছেন, ১২ সন্তানের মধ্যে চারটি যমজ সন্তান রয়েছে তাঁদের। সেই ভিডিয়োয় পরিবারের অন্য গল্পও ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, ১২ সন্তানকে প্রতিপালনের জন্য বিপুল খরচ করতে হয় তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৮:৫৯
Share:

—প্রতীকী ছবি।

স্ত্রী চাইতেন ২০ সন্তান। কিন্তু স্বামী চাইতেন সন্তান হোক তিনটি। শেষমেশ কত সন্তানের জন্ম দিলেন তরুণী? সমাজমাধ্যমে জানালেন মহিলা। ভাগ করে নিলেন সন্তান জন্মানো নিয়ে স্বামীর সঙ্গে হওয়া মতবিরোধের কথা।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম আমান্ডা। সম্প্রতি টিকটকে তিনি জানিয়েছেন যে, তিনি চেয়েছিলেন ২০টি সন্তান হোক তাঁর। কিন্তু স্বামী রাজি ছিলেন না। স্বামীর ইচ্ছা ছিল তিনটি সন্তানের। এ নিয়ে অনেক মতবিরোধের পর অবশেষে পারস্পরিক সিদ্ধান্ত নেন তাঁরা। এখনও পর্যন্ত ১২টি সন্তান হয়েছে দম্পতির। তাঁদের নিয়ে বর্তমানে আমান্ডা এবং তাঁর স্বামী দু’জনেই খুশি।

টিকটকে শেয়ার করা ভিডিয়োয় আমান্ডা জানিয়েছেন, ১২ সন্তানের মধ্যে চারটি যমজ সন্তান রয়েছে তাঁদের। সেই ভিডিয়োয় পরিবারের অন্য গল্পও ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, ১২ সন্তানকে প্রতিপালনের জন্য বিপুল খরচ করতে হয় তাঁদের। স্বামী এবং শ্বশুরই মূলত সংসারের ভার সামলান। আমান্ডার বাবাও তাঁর বাড়ির একাংশ ভাড়া দিয়ে সেখান থেকে প্রাপ্ত আয় তাঁদের হাতে তুলে দেন।

Advertisement

আমান্ডা জানিয়েছেন, পরিবারের খরচ এবং সন্তানদের পড়াশোনা বাবদ মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয় তাঁদের। শুধু মুদিখানার বিলই হয় প্রায় আড়াই লক্ষ টাকা। সন্তানদের নিয়ে যাতায়াতের জন্য তাঁর পরিবারের একটি ১৫ আসনের যাত্রিবাহী ভ্যান রয়েছে বলেও আমান্ডা জানিয়েছেন। আমান্ডার অভিজ্ঞতার কথা শুনে সমাজমাধ্যমে হইচই পড়েছে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। আবার বিশাল পরিবার পরিচালনার জন্য আমান্ডার প্রশংসাও করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement