Viral Video

এ দিক-ও দিক দেখে বহুতলের ন’তলা থেকে বিড়ালকে নীচে ছুড়ে ফেললেন যুবক! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বহুতল আবাসনের ন’তলার করিডরে জুতো রাখার র‌্যাকের উপর বসে রয়েছে একটি সাদা-কালো বিড়াল। এমন সময় সেখানে উপস্থিত হন এক যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৬:৫৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বহুতল আবাসনের ন’তলা থেকে একটি বিড়ালকে ছুড়ে নীচে ফেলে দেওয়ার অভিযোগ! মামলা দায়ের হল এক যুবকের বিরুদ্ধে। ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডের মালভানি এলাকায়। অভিযুক্ত ওই যুবকের বিড়ালটিকে ন’তলা থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনাটি আবাসনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচই ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম কাসম সৈয়দ। ওই আবাসনে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বহুতল আবাসনের ন’তলার করিডরে জুতো রাখার র‌্যাকের উপর বসে রয়েছে একটি সাদা-কালো বিড়াল। এমন সময় সেখানে উপস্থিত হন এক যুবক। তাঁর পিঠে ছিল ব্যাগ। দু’হাতে দু’টি থলি। থলি দু’টি লিফ্‌টের কাছে রেখে বিড়ালটির কাছে যান তিনি। এর পর বিড়ালটিকে ধরে জানালার বাইরে ছুড়ে দেন তিনি। তার পর সেখান থেকে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ন’তলা থেকে একটি ধাতব ছাউনির উপর পড়ে বিড়ালটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গায়েত্রী’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। যুবকের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। জানা গিয়েছে, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর মামলা দায়ের হয়েছে অভিযুক্ত কাসমের বিরুদ্ধে। তবে তিনি গ্রেফতার বা আটক হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement