Viral Video

কিং ব্রাউনের কাছে জারিজুরি খাটল না! ইনল্যান্ড তাইপানকে আস্ত গিলে ফেলল ভয়ঙ্কর সাপ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো-ধূসর রঙের একটি ইনল্যান্ড তাইপান প্রজাতির সাপ একটি জায়গায় শুয়ে রয়েছে। এমন সময় সন্তর্পণে সেখানে পৌঁছোয় কিং ব্রাউন। কাছাকাছি আসতেই দু’পক্ষের মধ্যে লড়াই বাধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০৭:৪৯
Share:

দুই সাপের ধুন্ধুমার লড়াই। ছবি: এক্স থেকে নেওয়া।

ইনল্যান্ড তাইপান। বিশ্বের অন্যতম বিষাক্ত সরীসৃপ হিসাবে পরিচিত ওই সাপের এক ছোবল নাকি ১০০ জন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কিন্তু সেই ভয়ঙ্কর সাপকেই স্রেফ গিলে খেয়ে নিল কিং ব্রাউন প্রজাতির একটি সাপ! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো-ধূসর রঙের একটি ইনল্যান্ড তাইপান প্রজাতির সাপ একটি জায়গায় শুয়ে রয়েছে। এমন সময় সন্তর্পণে সেখানে পৌঁছোয় কিং ব্রাউন। কাছাকাছি আসতেই দু’পক্ষের মধ্যে লড়াই বাধে। তবে লড়াই বেশি ক্ষণ চলেনি। শীঘ্রই অপেক্ষাকৃত ছোট ইনল্যান্ড তাইপানকে কামড়ে ধরে কিং ব্রাউন। ধীরে ধীরে গিলতে শুরু করে। কিং ব্রাউনের আক্রমণ থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করে ইনল্যান্ড তাইপান। কিন্তু মুখ দিয়ে শক্ত করে তাকে চেপে ধরে থাকে কিং ব্রাউন। শেষ পর্যন্ত ইনল্যান্ড তাইপানের পুরো শরীরটাই গিলে ফেলে লম্বা ভয়ঙ্কর সাপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিজের প্রজাতির মধ্যেই খাদ্য-খাদকের সম্পর্ক।’’ আবার অন্য এক জনের মন্তব্য, ‘‘এই ধরনের ভিডিয়ো দেখলে খুব ভয় লাগে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement