Viral Video

ইম্পালাকে আসতে দেখে ‘গায়েব’ চিতাবাঘ! অপেক্ষা করে অদ্ভুত কায়দায় শিকার করল শূন্যেই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বনভূমিতে ঝোপের মধ্যে বসে রয়েছে একটি চিতাবাঘ। দূর থেকে একটি ইম্পালাকে ছুটে আসতে দেখে সে। সাবধানি হয়ে যায়। ঘাপটি মেরে শুয়ে পড়ে ওই ঝোপে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১০:৫৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে আসছিল ইম্পালা (বিশেষ ধরনের হরিণ)। তাকে দেখে ঘাপটি মেরে ছিল একটি চিতাবাঘ। ইম্পালাটি নাগালের মধ্যে আসতে দেখে বিদ্যুৎগতিতে শূন্যেই তাকে শিকার করল হিংস্র প্রাণীটি। সেই ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বনভূমিতে ঝোপের মধ্যে বসে রয়েছে একটি চিতাবাঘ। দূর থেকে একটি ইম্পালাকে ছুটে আসতে দেখে সে। সঙ্গে সঙ্গে সাবধানি হয়ে যায়। ঘাপটি মেরে শুয়ে পড়ে ওই ঝোপে। চিতাবাঘের উপস্থিতি টের পায়নি ইম্পালাটি। চিতাবাঘের কাছে এসে লাফ দিতেই বিদ্যুৎগতিতে লাফায় চিতাবাঘটিও। শূন্যেই কামড়ে ধরে ইম্পালাটিকে। চিতাবাঘের মরণকামড়ের ফাঁদে পড়ে কয়েক মুহূর্ত ছটফট করেই শান্ত হয়ে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ১৯ এপ্রিল ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্লাসেরিড্রিফট_সাফারি_ক্যাম্প’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ২১ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে প্রায় দেড় লক্ষ। কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই জন্যেই চিতাবাঘকে শ্রেষ্ঠ শিকারিদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এ রকম ধৈর্য থাকলে সাফল্য আসবেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement