ছবি: এক্স থেকে নেওয়া।
গাড়ি পার্কিং নিয়ে বচসা। উত্তপ্ত বাগ্বিতণ্ডার মাঝেই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাক কামড়ে দিলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কানপুরের বিথুর এলাকার একটি আবাসনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের উদ্যানে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন তিন জন। উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝেই চড় মারতে দেখা যায় এক জনকে। এর পর ওই ব্যক্তির নাকও কামড়ে দিতে দেখা যায় তাঁকে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। বাকি দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাঁকে আক্রমণ করা হয়েছিল, তিনি এক জন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। আবাসনেরই এক ব্যক্তির সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা বাধে তাঁর। তখনই ওই ব্যক্তি তাঁকে চড় মেরে তাঁর নাক কামড়ে দেন।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রিয়া সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। সামান্য ঝামেলার কারণে ওই ভাবে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে আক্রমণের নিন্দায় সরব হয়েছেন অনেকে। ভাইরাল ভিডিয়োটি পুলিশেরও নজরে এসেছে। বিথুর এলাকার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও খবর।