Viral Video

‘ছোট ঘটনা, এ রকম ঘটতেই থাকে’! পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে অদ্ভুত মন্তব্য করে বিতর্কে একদল পর্যটক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে রয়েছেন মাঝবয়সি কয়েক জন মহিলা। তার মধ্যে এক জন মহিলাকে হেসে হেসে ঘুরতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৩:৩০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পহেলগাঁওয়ে যা হয়েছে তা সামান্য গন্ডগোল! এ রকম ‘ছোটখাটো’ ঘটনা ঘটতেই থাকে। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কাশ্মীরে ঘুরতে যাওয়া এক দল পর্যটক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিযোর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে রয়েছেন মাঝবয়সি কয়েক জন মহিলা। তার মধ্যে এক মহিলাকে হেসে হেসে ঘুরতে দেখা গিয়েছে। এর পর তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা কাশ্মীর ঘুরতে এসেছি। খুব মজা করছি। পহেলগাঁও এলাকায় সামান্য কিছু গন্ডগোল হয়েছে।’’ তাঁর ওই কথা শুনে বাকি মহিলাদের সম্মতি জানাতে দেখা যায় ভিডিয়োয়। এর পর তিনি আরও যোগ করেন, ‘‘সব শান্তই রয়েছে। কোনও গন্ডগোলের খবর নেই। এখানে আসুন এবং থাকুন। আমরা সবাই একসঙ্গে রয়েছি। এ রকম ছোটখাটো ঘটনা চলতেই থাকে।’’ মহিলা এই বলে চুপ করে যান। তখন সেখানে উপস্থিত বাকিরা উল্লাস করে হাততালি দিতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘আশুথার্টিফার্স্টডিসেম্বর’ নামের এক্স হ্যান্ডল থেকে বৃহস্পতিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। বিতর্কও তৈরি হয়েছে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই পর্যটকদের ‘অসংবেদনশীল’ বলেও কটাক্ষও করেছেন অনেকে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, “যেখানে গণহত্যা হয়েছে সেখানে গিয়ে যদি আপনি আনন্দ প্রকাশ করেন, তা হলে আপনি সাহসি নন, অসংবেদনশীল।’’ অন্য এক জন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘অসুস্থ মানসিকতা এঁদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement