Cockroach in Food

অনলাইনে আনানো জাপানি খাবারে উল্টে পড়ে রয়েছে ছ’পেয়ে! অভিজ্ঞতা জানালেন ক্রেতা

ক্রেতা জানিয়েছেন আন্টি’জ় ফাং রেস্তরাঁ থেকে জাপানি মিসো রামেন চিকেন অর্ডার করেছিলেন তিনি। আর সেই খাবারেই ছিল আরশোলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১
Share:

—প্রতীকী চিত্র।

ছ’টা পা। গায়ের রং বাদামি। পোকাটা উল্টে পড়ে রয়েছে খাবারের মধ্যে। আর তার চারপাশে গরম স্যুপে ভেসে রয়েছে সাদা পেঁচানো ন্যুডলস। দেখে গা গুলিয়ে ওঠারই কথা। অনলাইনে খাবার সরবরাহ করার একটি নামী অ্যাপ থেকে অর্ডার করেছিলেন ক্রেতা। কিন্তু বাক্সের ঢাকনা খুলতেই দেখলেন ওই দৃশ্য। ক্ষুব্ধ ক্রেতা তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজ মাধ্যমের পাতায়।

Advertisement

সোনাই আচার্য নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ওই খাবারের ছবি এবং খাবারের বিলের ছবিও। সোনাই লিখেছেন, ‘‘জাপানিজ় খাবার অনলাইনে অর্ডার করে ভয়াবহ অভিজ্ঞতা হল!’’

ক্রেতা জানিয়েছেন আন্টি’জ় ফাং রেস্তরাঁ থেকে জাপানি মিসো রামেন চিকেন অর্ডার করেছিলেন তিনি। আর সেই খাবারেই ছিল আরশোলা। পোস্টে ওই খাবার সরবরাহকারী সংস্থাকে ট্যাগ করে ওই মহিলা লিখেছেন, তাঁর এই অভিজ্ঞতা দুঃস্বপ্নের মতো। তিনি ওই সংস্থার পরিষেবার মান নিয়ন্ত্রণ নিয়ে খুবই হতাশ।

Advertisement

পোস্টটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই খাবারের জন্য ৩২০ টাকা খরচ করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement